promotional_ad

রেকর্ড জয়ে সিরিজে এগিয়ে ভারত

promotional_ad

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজের পর টি২০ সিরিজের প্রথম ম্যাচেও আধিপত্য বজায় রেখেছে ভারতীয় ক্রিকেট দল। তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১৮০ রান সংগ্রহ করে ভারত।




জবাবে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৭ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ভারতের হয়ে স্পিনার যুবেন্দ্র চাহাল ৪ উইকেট শিকার করেছেন। অন্য বোলাররাও দারুণ বোলিং করেছেন। তাই কটকে তিন ম্যাচের প্রথমটিতে শ্রীলঙ্কার কপালে জুটলো ৯৩ রানের বিশাল হার।




এটি  টি-টুয়েন্টিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানের জয়। বুধবার রাতের ম্যাচটি জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা। তার আগে লোকেশ রাহুল, ধোনি, মনিশ পান্ডের দুর্দান্ত ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৮০ রানের জেতার মতো সংগ্রহ দাঁড় করেছিল রোহিত শর্মার দল।



promotional_ad



অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ১৭ রান। রোহিত শর্মাকে সাজঘরে ফিরিয়েছেন  এঞ্জেলো ম্যাথিউস। আরেক ওপেনার লোকেশ রাহুলের ব্যাট থেকে এসেছে ৬২ রান। তাকে বোল্ড করে আউট করেছেন থিসারা পেরেরা। তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান হিসেবে স্রেয়াশ আইয়ার ২৪ রান করে নুয়ান প্রদীপের শিকার হয়েছেন।




তারপর ধোনীর অপরাজিত ৩৯ ও হার্দিক পান্ডের ৩২ রানে ১৮০ রানের বড় পুঁজি পায় ভারত। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে শ্রীলঙ্কা। তারা দলীয় ১৫ রানেই নিরোশান ডিকওয়েলার উইকেট হারায়। তারপর দলীয় ৩৯ রানে উপুল থারাঙ্গার উইকেট হারায় লঙ্কানরা।





তারপরই নিঃশর্ত আত্মসমপর্ণের শুরু। ৪৮ রানে বাকি ৮ উইকেট হারিয়েছে শ্রীলঙ্কা। দুই স্পিনার চাহাল ও কুলদিপ যাদভ ধসিয়ে দিয়েছেন লঙ্কান ব্যাটিং অর্ডার। জাসপ্রিত বুমরাহ উইকেট না পেলেও বল করেছেন দারুণ। উনাদকাট ছিলেন বল হাতে হিসেবী।




বোলিং শুরু করা হার্দিক পান্ডে মার খেলেও উইকেট নিয়েছেন ৩টি। ৪ ওভারে ২৯ রান দিয়ে তিনিই সবচেয়ে খরুচে। ম্যান অব দ্য ম্যাচ চাহাল ৪ ওভারে ৪ উইকেট নিয়েছেন মাত্র ২৩ রান খরচায়। ৪ ওভারের কোটা পূরণ করা তৃতীয় বোলার কুলদিপ ১৮ রানে শিকার করেছেন ২ উইকেট। একটি উইকেট উনাদকাটের।  টি-টুয়েন্টিতে এর আগে ভারতের সবচেয়ে বড় জয় ছিল ৯০ রানের। ২০১২ টি-টুয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball