টি-টেন ক্রিকেট লীগে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে টিম শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে সাকিব আল হাসান-ইয়ন মরগানদের ক্যারেলা কিংস। ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে সাকিবদের বিপক্ষে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকার দলপতি দীনেশ চান্দিমাল।

অ্যাশেজে হেডকে তিনে চান পন্টিং
আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে চাপে ফেলতে অভিনব এক উপায় বাতলে দিয়েছেন রিকি পন্টিং। নিয়মিত পাঁচ নম্বরে নামা ট্রাভিস হেডকে তিনে ব্যাটিংয়ে নামানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক। ইংল্যান্ডের বোলিং আক্রমণকে চাপে ফেলতেই এমন পরামর্শ দিয়েছেন পন্টিং।