promotional_ad

ভারতে হোয়াইটওয়াশই হলো টাইগ্রেসরা

promotional_ad

বৃহস্পতিবার (৭ই ডিসেম্বর) ভারত 'এ' দলের কাছে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী 'এ' দল।  এদিন হাবলির কেএসসিএ স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারতীয়দের তোপে মাত্র ৪২ ওভারে ১১৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ নারী 'এ' দল। 


জবাবে ৩২.৩ ওভারে ৯ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত নারী 'এ' দল। আর এরই সাথে টানা তিন ম্যাচে জয় দিয়ে বাংলাদেশকে ধবল ধোলাইয়ের লজ্জায়  ভাসালো তারা।  


প্রথমে ব্যাটিং করতে নেমে এদিন মাত্র চার রানের মাথায় প্রথম উইকেট হারায় বাংলাদেশ।  এরপর কেউই খুব একটা ভালো করতে পারেনি। নিজেদের শেষ পাঁচ উইকেট পড়েছে মাত্র ১৩ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রানের ইনিংস খেলেন রুমানা আহমেদ। ভারতের পক্ষে মাত্র ১১ রানে দুই উইকেট পেয়েছেন অধিনায়ক পাতিল।


মাত্র ১১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে জেমিমা ও থিরুশকামিনি উদ্বোধনী জুটিতে করেন ৫৮ রান। এরপর খাদিজা তুল কুবরা থিরুশকামিনির উইকেটটি তুলে নিলেও জেমিমা-ভাদিয়ার ৬০ রানের জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা। দলীয় সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন জেমিমা। 




promotional_ad

সংক্ষিপ্ত স্কোর- 


বাংলাদেশ নারী 'এ' দল :


১১৬ (৪২ ওভার) (শামিমা ০, মুর্শিদা ২১, লতা ৯, ফারজানা ৫, রুমানা ৪২, জ্যোতি ১১, শায়লা ১৫, জাহানারা ০, খাদিজা ০, লিলি ০; জোশি ১/৬, কাভিতা ২/৩৪, পাতিল ২/১১, বোস ২/১৬, ভাদিয়া ১/১৯, শিবাঙ্গি ২/১৮, জেমিমা ০/১২)।


ভারত নারী 'এ' দল :


১১৮/১ (৩২.৩ ওভার) (থিরুশকামিনি ২৬, জেমিমা ৫৬*, ভাদিয়া ৩০*; জাহানারা ০/২৩, লিলি ০/১৩, সালমা ০/১৩, খাদিজা ১/২২, রুমানা ০/১৮, শায়লা ০/২৮)।



ফলাফল : তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে ভারত নারী 'এ' দল।





আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball