promotional_ad

কোনভাবেই মনোবলে চিড় ধরাতে চায়না ভিক্টোরিয়ান্সরা

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে দুর্দান্ত খেলছে তামিম ইকবালের নেতৃত্বাধীন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যদিও এবারের আসরে হার দিয়ে যাত্রা শুরু করেছিল দলটি। এরপর আর মাত্র একটি ম্যাচে হারের মুখ দেখেছে ২০১৫ সালের বিপিএল চ্যাম্পিয়নরা।




গ্রুপ পর্বে আটটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা। এমন দুর্দান্ত পারফরমেন্সের রহস্য খোলাসা করেছেন দলটির টপ অর্ডার ব্যাটসম্যান ইমরুল কায়েস। তিনি জানিয়েছেন, দেশি-বিদেশি ক্রিকেটারদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কই তাদের চোখ ধাঁধানো পারফরমেন্সের মূলে রয়েছে।




ইমরুল কায়েসের ভাষ্যমতে, ‘আমাদের দলের যারা বিদেশি ও দেশি আছে সবার সঙ্গে সবার খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে গেছে। বিদেশিদের সঙ্গে দেশিদের এ সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় এটা খুব ভালো হয়েছে এবং সবাই ওই জিনিসটা ধরে রেখেছে।’



promotional_ad



দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দাপুটে দল গড়েছে। যেখানে আছেন তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিনের মতো দেশি তুখোড় খেলোয়াড়। তার সঙ্গে বিদেশিদের মধ্যে রয়েছেন রশিদ খান, ডুয়াইন ব্রাভো, মারলন স্যামুয়েলস, জশ বাটলার, হাসান আলি এবং শোয়েব মালিকের মতো তারকারা।




দেশি-বিদেশি ক্রিকেটারদের সম্মিলিত পারফরম্যান্সেই আজ টেবিলে নিজেদের শীর্ষস্থান ধরা ছোঁয়ার বাইরে নিয়ে গেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শীর্ষ স্থান ধরে রাখলেও, বাকি দুই ম্যাচে হাল ছাড়তে নারাজ দলটি। ম্যাচ হেরে কোনো ভাবেই আত্ববিশ্বাস কমাতে চায় না ভিক্টোরিয়ান্সরা।





এই প্রসঙ্গে ইমরুল যোগ করেন, ‘আমার মনে হয় প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ যদি হেরে যাই তাহলে আত্মবিশ্বাস কমে যাবে। তাই প্রতিটি ম্যাচেই দলের সবার ফোকাস থাকে এবং মাঠে জেতার জন্যই যায়। যে দুইটি ম্যাচ বাকি আছে চেষ্টা করবো জিতে এই আত্মবিশ্বাস রেখেই সেমিফাইনালে যাওয়ার।’




৫ ডিসেম্বর মিরপুরে গ্রুপ পর্বে নিজেদের একাদশতম ম্যাচে খুলনা টাইটান্সের মোকাবেলা করবে কুমিল্লা। আর ৬ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিলেট সিক্সার্সকে বিপক্ষে মাঠে নামবে দলটি। এদিকে, ১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তামিমরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball