নির্বাচক প্যানেল থেকে সরিয়ে দেয়া হলো থারাঙ্গাকে
শ্রীলঙ্কা দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন প্রমোদয়া বিক্রমাসিংহে। তিনি নারী ও পুরুষ দুই দলেরই স্কোয়াড নির্বাচনের দায়িত্ব থাকবেন। তার কমিটিতে আরও যুক্ত হয়েছেন ভিনোথেন জন, ইন্দিকা ডি সারাম, রসাঞ্জলি ডি আলভিস (সাবেক নাম সিলভা) এবং থারাঙ্গা পারানাভিতানা।