দেশে ফিরলেই গ্রেফতার করা হবে রানাতুঙ্গাকে
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। বর্তমানে তিনি দেশের বাইরে অবস্থান করছেন। শ্রীলঙ্কায় ফিরলেই তাকে গ্রেফতার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ১৯৯৬ সালে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া সেই অধিনায়কই এবার আইনি জটিলতায় পড়লেন।