ব্রিসবেনে লায়নের জায়গায় ওয়েবস্টারকে চান মুডি

আন্তর্জাতিক
ব্রিসবেনে লায়নের জায়গায় ওয়েবস্টারকে চান মুডি
নাথান লায়ন, ক্রিকেট অস্ট্রেলিয়া
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রথাগতভাবে ব্রিসবেনের উইকেট পেসারদের জন্য স্বর্গ। পেস, বাউন্স আর সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটারদের রীতিমতো নাকানিচুবানি খাওয়ান পেসাররা। ইংল্যান্ডের বিপক্ষে সেই ব্রিসবেনেই অ্যাশেজের দ্বিতীয় টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। সেই টেস্টে একাদশে নাথান লায়নকে চান না টম মুডি। ডানহাতি অফ স্পিনারের জায়গায় বেউ ওয়েবস্টারকে খেলানোর পরামর্শ দিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী সাবেক ক্রিকেটার।

পেস-স্বর্গ হলেও গোলাপি বলের টেস্টে ব্রিসবেনের উইকেট কেমন আচরণ করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। তবে সেটার একটা ধারণা পাওয়া যেতে পারে কুইন্সল্যান্ড ও ভিক্টোরিয়ার শেফিল্ড শিল্ডের ম্যাচ থেকে। সেই ম্যাচে পেসারদের সঙ্গে বাড়তি সুবিধা পেয়েছিলেন ব্যাটাররাও। ম্যাট রেনশ সেঞ্চুরি করেছিলেন এবং জাভিয়ের বার্টলেট করেছিলেন হাফ সেঞ্চুরিও। যদিও তিন দিনেই শেষ হয়েছিল ম্যাচটি।

ব্রিসবেনের কিউরেটর ডেভ স্যান্ডার্স্কি অ্যাশেজের দ্বিতীয় টেস্টের উইকেট তৈরি করবেন। শেফিল্ড শিল্ডের ম্যাচটি তিন দিনেই শেষ হওয়ায় ৪ ডিসেম্বর শুরু হতে যাওয়া টেস্টের উইকেট তৈরিতে বাড়তি সময় পাচ্ছেন তিনি। তবে উইকেটে পেসারদের জন্য উইকেটে বাড়তি সুবিধা থাকবে সেটা নিশ্চিত করে বলাই যায়। এমন অবস্থায় লায়নকে একাদশের বাইরে রাখার পরামর্শ দিয়েছেন মুডি।

ওয়াইড ওয়ার্ল্ড অব স্পোর্টসের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কিছু কিছু কঠিন সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে আমি লায়নকে খেলাতাম না। আমি কখনো ভাবিনি এমন দিন দেখব যেখানে অস্ট্রেলিয়াতে কোন ম্যাচে বিশেষজ্ঞ কোন স্পিনারকে খেলানো হবে না। কিন্তু দিবা-রাত্রির ম্যাচে স্পিনারকে খেলানো কঠিন।’

পার্থে প্রথম টেস্টে মাত্র ২ ওভার বোলিং করেছিলেন লায়ন। যেখানে ১০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এই অফ স্পিনার। লায়নের পরিবর্তে ওয়েবস্টারকে খেলানোর পরামর্শ দিয়েছেন মুডি। যার ফলে পেস বোলিংয়ের একটা অপশন বাড়বে, সেই সঙ্গে ব্যাটিংয়ের গভীরতাও বাড়বে বলে বিশ্বাস তাঁর।

মুডি বলেন, ‘দ্বিতীয় অংশ হচ্ছে, ইংল্যান্ড এখন যেভাবে খেলছে তাতে একাদশে একজন স্পিনারকে খেলানো কঠিন। কারণ তাদের লম্বা সময় ব্যাটিং করার প্রবণতা নেই। আমি মনে করি লায়নের জায়গায় অস্ট্রেলিয়া যদি (বেউ) ওয়েবস্টারের মতো কাউকে সুযোগ দেয় তাহলে ব্যাটিংয়ের গভীরতা বাড়বে।’

শেফিল্ড শিল্ডে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন জশ হ্যাজেলউড। প্রথম টেস্টের পর দ্বিতীয় ম্যাচ থেকেও ছিটকে গেছেন ডানহাতি এই পেসার। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমগুলো যদিও জানাচ্ছে, পুরো অ্যাশেজেই পাওয়া যাবে না হ্যাজেলউডকে। ব্রিসবেনে প্যাট কামিন্সের খেলার সম্ভাবনা ফিফটি ফিফটি। ফর্ম না থাকায় উসমান খাওয়াজাকে নিয়েও প্রশ্ন উঠছে। বাঁহাতি ওপেনারকে অবশ্য ফিটনেস নিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন মুডি।

আরো পড়ুন: নাথান লায়ন