৩২ কোচকে প্রশিক্ষণ দিচ্ছে বিসিবি

আন্তর্জাতিক
৩২ কোচকে প্রশিক্ষণ দিচ্ছে বিসিবি
বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
দেশের ক্রিকেটের ভিত্তি শক্ত করার লক্ষ্যে চট্টগ্রাম বিভাগে জাতীয় কোচ শিক্ষা কর্মসূচির দ্বিতীয় ধাপ শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ। সিলেটে সফল উদ্বোধনের পর এবার তিনদিনব্যাপী ‘লেভেল এ’ কোচিং কোর্স আয়োজিত হচ্ছে একাডেমী কোচদের জন্য।

আজ সকালেই বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়, যেখানে বিসিবির পরিচালক আহসান ইকবাল চৌধুরী উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন। মোট ৩২ জন একাডেমী কোচ এই সেশনে অংশ নিচ্ছেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো কিশোর ক্রিকেটারদের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত দক্ষতা এবং কোচিং কম্পিটেন্সি বৃদ্ধি করা।

প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করবেন বিসিবির অভিজ্ঞ কোচ ও ট্রেইনারদের একটি প্যানেল। এদের মধ্যে রয়েছেন সিনিয়র কোচ ওয়াহিদুল গনি ও গোলাম ফারুক সুরু, কোচ এমদাদ এমডু ও নাসিরউদ্দিন ফারুক এবং ট্রেইনার মোরশেদ হাসান সিজার। তারা কোর্সের অংশগ্রহণকারীদের মাঠের কাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ কোচিং কৌশল শেখাবেন।

বিসিবি গেম ডেভেলপমেন্টের হেড অব অপারেশন্স হাবিবুল বাশার বলেন, 'শুধু ক্রিকেট খেলা যথেষ্ট নয়। খেলাটির কৌশল, ইতিহাস এবং পরিবর্তনশীল চাহিদা বোঝাও সমান গুরুত্বপূর্ণ। মাঠ পর্যায়ের কোচদের দক্ষতা বৃদ্ধি করার মাধ্যমে আমরা বাংলাদেশের ক্রিকেটের ভিত্তি আরও শক্ত করছি।'

তিনি আরো বলেন, 'এই প্রোগ্রাম দেশের সব অঞ্চলে আরও টেকসই এবং জ্ঞানসমৃদ্ধ কোচিং স্ট্রাকচার গঠনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমাদের লক্ষ্য, প্রতিটি যুব খেলোয়াড় পায় প্রফেশনাল এবং মানসম্মত দিকনির্দেশনা।'

বিবৃতিতে বিসিবি জানায় সিলেটে শুরু হওয়া জাতীয় কোচিং প্রোগ্রাম ধীরে ধীরে দেশের সব বিভাগে সম্প্রসারিত হবে। প্রশিক্ষণ মানকরণ এবং কোচ শিক্ষা উন্নয়নের মাধ্যমে বিসিবি নিশ্চিত করতে চায় যে দেশের প্রতিটি কিশোর খেলোয়াড় পাবে সমান এবং পেশাদার প্রশিক্ষণ।

আরো পড়ুন: বিসিবি