পিসিবির পরামর্শক পদে টেস্ট অধিনায়ক শান মাসুদ

আন্তর্জাতিক
পিসিবির পরামর্শক পদে টেস্ট অধিনায়ক শান মাসুদ
শান মাসুদ, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাকিস্তান টেস্ট অধিনায়ক শান মাসুদকে ‘আন্তর্জাতিক ক্রিকেট ও প্লেয়ার অ্যাফেয়ার্স’ এর পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই পদটি ভবিষ্যতে বোর্ডের আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক পদেও রূপ নিতে পারে। বেশির ভাগ দেশের বোর্ডে এটি বড় প্রশাসনিক দায়িত্ব হিসেবে ধরা হয়।

মাসুদ একসঙ্গে টেস্ট অধিনায়কত্ব ও পরামর্শকের দায়িত্ব পালন করবেন কি না সেটি পিসিবি এখনো জানায়নি। বোর্ডের ওয়েবসাইটে জানানো হয়েছে, বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট পরিচালকের পদে আবেদন গ্রহণ চলছে, যার সময়সীমা ২ নভেম্বর পর্যন্ত।

ক্রিকইনফোর খবর অনুযায়ী, মাসুদ সাময়িকভাবে দায়িত্বটি পালন করবেন। পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি স্থায়ীভাবেও এই পদে যোগ দিতে পারেন। এর আগে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরিচালক ছিলেন উসমান ওয়াহলা। তিনি ২০২৩ সালের মে মাসে দায়িত্ব নিয়ে এ বছরের সেপ্টেম্বরে পদ হারান।

সাউথ আফ্রিকা দলের পাকিস্তান সফরের সময় প্রধানমন্ত্রী আয়োজিত এক নৈশভোজে মাসুদকে তার নতুন দায়িত্বের কথা জানানো হয়। সেখানেই পাকিস্তান দলের অন্য সদস্যরাও বিষয়টি জানতে পারেন। পিসিবির বিবৃতিতে মাসুদের মেয়াদ বা অধিনায়কত্বের ভবিষ্যৎ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।

দুই বছরেরও বেশি সময় ধরে টেস্ট দলের নেতৃত্ব দিচ্ছেন মাসুদ। তার অধীনে পাকিস্তান এখন পর্যন্ত ১৫ টেস্টে ৪টি জিতেছে, হেরেছে ১০টি। গত বছর ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র সিরিজ জয় আসে তাঁর নেতৃত্বে।

তবে এর আগেই বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ হেরে প্রথম পাকিস্তানি অধিনায়ক হওয়ার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়েন তিনি। আগামী বছর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই পাকিস্তানের পরবর্তী টেস্ট মিশন শুরু হবে।

আরো পড়ুন: শান মাসুদ