চ্যাম্পিয়ন্স ট্রফিতে খারাপ খেলেননি জাদেজা। পাঁচ ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট, রান দিয়েছেন ওভারপ্রতি মাত্র ৪.৩৫ করে। তবুও নতুন পথচলায় নির্বাচকদের পরিকল্পনায় ছিলেন না তিনি। তবে এ নিয়ে হতাশ নন ৩৬ বছর বয়সী এই অলরাউন্ডার।
দিল্লি টেস্টের দ্বিতীয় দিন শেষে সাংবাদিকদের তিনি বলেন, '(দল নির্বাচন) আমার হাতে নেই। আমি খেলতে চাই, অবশ্যই। তবে দিনশেষে টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, কোচ, অধিনায়ক, সবারই ভাবনা আছে এবং আমাকে এই সিরিজে না নেয়ার পেছনে তাদের যুক্তি আছে। তারা আমার সঙ্গে কথা বলেছেন।'
'স্কোয়াড ঘোষণার পর তাই এটি আমার কাছে চমক হয়ে আসেনি। এটা ভালো ব্যাপার যে, আমাকে বাইরে রাখার কারণগুলো তারা আমাকে বুঝিয়ে বলেছেন। সেটা নিয়ে আমি খুশি।'
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত সংস্করণ থেকে বিদায় নিয়েছেন জাদেজা। তবে ওয়ানডে ফরম্যাটে ক্যারিয়ার চালিয়ে যেতে চান তিনি। আগামী মাসে ৩৭ বছরে পা রাখবেন তিনি। যদিও ২০২৭ বিশ্বকাপে খেলার স্বপ্ন এখনো অটুট জাদেজার।
'যখনই আমি সুযোগ পাব পরবর্তীতে, চেষ্টা করব সেগুলোই করতে, এতগুলো বছর ধরে যা করে আসছি। বিশ্বকাপে যদি সুযোগ পাই… এর আগে অনেক ওয়ানডে আছে এবং সেগুলোতে যদি ভালো খেলতে পারি, ভারতের জন্যই তা ভালো হবে।'
জাদেজার লক্ষ্য আপাতত একটাই। শেষবারের মতো ওয়ানডে বিশ্বকাপে ভারতের হয়ে শিরোপা জয়ের স্বাদ পাওয়া, 'বিশ্বকাপ জয় করা সবারই স্বপ্ন। গত বিশ্বকাপের অল্পের জন্য আমরা পারিনি। পরেরবার চেষ্টা করব পুষিয়ে দিতে।'