শেষবারের মতো বাবাকে দেখতে শ্রীলঙ্কায় ফিরলেন ওয়েলালাগে

আন্তর্জাতিক
শেষবারের মতো বাবাকে দেখতে শ্রীলঙ্কায় ফিরলেন ওয়েলালাগে
বিমানবন্দরে ওয়েলালাগে
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শ্রীলঙ্কান ক্রিকেটার দুনিথ ওয়েলালাগের বাবা সুরাঙ্গা ওয়েলালাগে কলম্বোতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বাবা যেদিন মারা গেছেন ছেলে দুনিথ মাঠে নেমেছিলেন লঙ্কানদের হয়ে এশিয়া কাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে।

আগে ব্যাট করে এই ম্যাচে ৮ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান। সেই লক্ষ্য ৮ বল আর ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা। সতীর্থরা যখন উদযাপনে ব্যস্ত, তখনই মিডিয়া ম্যানেজারের বরাতে দুঃসংবাদ পান ওয়েলালাগে।

এরপর তড়িঘড়ি করেই মাঠ থেকে বেরিয়ে যান তিনি। এরপর দ্রুতই ধরেছেন শ্রীলঙ্কার ফ্লাইট। লঙ্কান এই স্পিনার এরই মধ্যে শ্রীলঙ্কায় ফিরে গেছেন শেষবারের মতো নিজের বাবাকে দেখতে।

যদিও এদিন বল হাতে বেশ খরুচে ছিলেন ওয়েলালাগে। ইনিংসের শেষ ওভারে দুনিথ ওয়েলালাগেকে টানা চার ছক্কা হাঁকিয়ে মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মোহাম্মদ নবি। শেষ ওভারে ৩২ রান তুলে নিয়ে আফগানিস্তান ১৬৯ রান সংগ্রহ করে।

নবি করেন ২২ বলে ৬০ রান। ওয়েলালাগে ৪ ওভারে ৪৯ রানে ১টি উইকেট শিকার করেছিলেন। ২২ বছর বয়সী এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কার সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ প্রতিভাদের একজন হিসেবে গণ্য করা হয়।

আরো পড়ুন: এশিয়া কাপ