এ ছাড়া বিসিসিআইয়ের অন্যান্য পদে কারা কারা আসছেন এই বিষয়টিও নিশ্চিত হবে। তবে বিসিসিআই সভাপতি বেছে নেয়াই বার্ষিক সাধারণ সভার মূল উদ্দেশ্য।
রাজ্য সংস্থাগুলিকে বার্ষিক সাধারণ সভার বিষয়ে জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। তথ্য মতে সভাপতি, সহ-সভাপতি, সচিব, যুগ্মসচিব, কোষাধ্যক্ষ নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণ করা হবে।
জেনারেল বডি অ্যাপেক্স কাউন্সিলের প্রতিনিধিও বেছে নেয়া হবে এই সভায়। ভারতীয় ক্রিকেটারদের সংগঠনের প্রতিনিধি নির্বাচন হবে এই সভা থেকেই।
এর বাইরে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় আইপিএল গভর্নিং কাউন্সিলের দুই প্রতিনিধি বেছে নেয়া হবে। ক্রিকেটারদের সংগঠনের একজন প্রতিনিধির সঙ্গে উইমেন্স প্রিমিয়ার লিগ কমিটির নির্বাচনও হবে।
এ ছাড়া বিসিসিআই বার্ষিক সাধারণ সভাতেই ন্যায়পাল ও এথিকস অফিসার নিয়োগ করা হবে। স্ট্যান্ডিং কমিটি, ক্রিকেট কমিটি, আম্পায়ারস কমিটিও গঠন করা হবে নির্বাচিত কর্মকর্তাদের মধ্যে থেকে।