ফলে চলমান এশিয়া কাপে কোনো স্পন্সর ছাড়াই খেলতে নেমেছে সূর্যকুমার যাদবের দল। তবে আর বেশিদিন স্পন্সর ছাড়া খেলতে হচ্ছে না ভারতকে। দলটির নতুন জার্সি স্পন্সর হয়েছে অ্যাপোলো টায়ার্স। পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন তিন বছরের এই স্পন্সরশিপ চুক্তি ১২১টি দ্বিপাক্ষিক ম্যাচ এবং আইসিসি ইভেন্টের ২১টি ম্যাচ কভার করবে।
ভারতীয় দলের জার্সি স্পন্সর হিসেবে দায়িত্ব পেতে অ্যাপোলো টায়ার্সকে খরচ করছে হয়েছে ৫৭৯ কোটি রুপি। বর্তমানে এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতে স্পন্সর ছাড়া খেলছে ভারতের ছেলেদের দল। আর একইভাবে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজেও স্পন্সর ছাড়া খেলছে তাদের নারী দলও।
ড্রিম ইলেভেন ও বিসিসিআইয়ের মধ্যে ২০২৩ থেকে ২০২৬ মেয়াদে ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ৩৫৮ কোটি টাকা) মূল্যের চুক্তি করেছিল, তবে মাঝ পথেই তাদের সরে যেতে হয়েছে। এরপর ২ সেপ্টেম্বর বিসিসিআই নতুন স্পন্সর খোঁজার প্রক্রিয়া শুরু করে এবং লিড স্পন্সরশিপ রাইটসের জন্য দরপত্র আহ্বান করে।
বিড জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৬ সেপ্টেম্বর। তবে এর মধ্যে শর্ত জুড়ে দিয়েছিল বিসিসিআই। মদের ব্র্যান্ড, বেটিং বা জুয়া পরিষেবা প্রতিষ্ঠান, ক্রিপ্টোকারেন্সি, অনলাইন মানি গেমিং, তামাকজাত দ্রব্য কিংবা এমন কোনো পণ্য বা পরিষেবা যা 'জনসাধারণের নৈতিকতাকে আঘাত করতে পারে, যেমন পর্নোগ্রাফি'— এগুলো কোনোভাবেই টিম স্পন্সরের বিডে অংশ নিতে পারবে না। এবার আগ্রহী প্রতিষ্ঠানগুলো থেকে বেছে নেয়া হয়েছে অ্যাপোলো টায়ার্সকে।