নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে চমক

ছবি: ফ্লোরা ডেভনশায়ার

তা ছাড়া প্রথমবার বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন ব্রি ইলিং, বেলা জেমস এবং পলি ইংলিস। প্রধান কোচ বেন সোয়ার জানিয়েছেন, স্পিন বিভাগে ফ্লোরা এবং ফ্রানের মধ্যে একজনকে বেছে নেওয়া ছিল কঠিন সিদ্ধান্ত। তবে ফ্লোরার ব্যাটিং দক্ষতা এবং আক্রমণাত্মক মানসিকতা দলকে নিচের দিকের ব্যাটিং লাইন-আপে বাড়তি শক্তি দেবে বলে বিশ্বাস তার।
নিউজিল্যান্ড ক্রিকেটের বড় দায়িত্বে ম্যাকমিলান
২ সেপ্টেম্বর ২৫
অন্যদিকে, বাঁহাতি পেসার ব্রি ইলিং শ্রীলঙ্কার বিপক্ষে তার প্রথম ওয়ানডে সিরিজেই চারটি উইকেট নিয়েছিলেন। তিনি নতুন বলে সুইং করাতে সক্ষম এবং উপমহাদেশীয় কন্ডিশনে কার্যকর হতে পারেন। বেলা জেমস এখন প্রতিভাবান ব্যাটার। ব্যাটিং অর্ডারে যেকোনো পজিশনে খেলার দক্ষতা তাকে বিশ্বকাপ দলে সুযোগ পাইয়ে দিয়েছে।
এ ছাড়া পলি ইংলিস উইকেটকিপিংয়ের পাশাপাশি ব্যাট হাতে দারুণ কার্যকর, যার প্রমাণ তিনি শ্রীলঙ্কার বিপক্ষে ২১ বলে ৩৪* রানের ইনিংস। বিশ্বকাপে নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন অভিজ্ঞ সোফি ডিভাইন। এটাই তার শেষ ওয়ানডে টুর্নামেন্ট হতে যাচ্ছে। তিনি টুর্নামেন্ট শেষে এই ফরম্যাট থেকে অবসর নেবেন। তার সঙ্গে অভিজ্ঞদের মধ্যে রয়েছেন সুজি বেটস, লিয়া তাহুহু, ম্যাডি গ্রিন এবং অ্যামেলিয়া কারের মতো তারকা।

নিউজিল্যান্ড দল নিয়ে কোচ বেন সোয়ার বলেন, 'আমি সত্যিই বলতে পারি, এটি সেই দল যার প্রস্তুতি এ পর্যন্ত হওয়া যেকোনো বিশ্বকাপ দলের চেয়ে ভালো। আন্তর্জাতিক ক্রিকেট না থাকায় আমরা শারীরিক ও কৌশলগত স্কিলের উপর অনেক কাজ করতে পেরেছি, যা ভারতীয় কন্ডিশনে বড় পার্থক্য গড়ে দিতে পারে।'
নিউজিল্যান্ড দল ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে রওনা দেবে একটি প্রস্তুতি ক্যাম্পের জন্য। সেখানে তারা ইংল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর দলটি ভারতে পৌঁছাবে এবং বিশ্বকাপ মিশন শুরু করবে ১ অক্টোবর, ইন্দোরে, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে।
নিউজিল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড-
সোফি ডিভাইন (অধিনায়ক), সুজি বেটস, ইডেন কারসন, ফ্লোরা ডেভনশায়ার, ইজি গেজ, ম্যাডি গ্রিন, ব্রুক হ্যালিডে, ব্রি ইলিং, পলি ইংলিস, বেলা জেমস, জেস কের, অ্যামেলিয়া কের, রোজমেরি মেয়ার, জর্জিয়া প্লিমার এবং লিয়া তাহুহু।