তাক লাগানো পারফরম্যান্সে ব্রোঙ্কো টেস্ট উতরে গেলেন রোহিত

ব্রোঙ্কো টেস্ট ভালোভাবেই উতরে গেছেন রোহিত শর্মা, ফাইল ফটো
নতুন পরিচিত ব্রোঙ্কো টেস্টে অংশ নিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রোহিত শর্মা। এই নতুন ফিটনেস টেস্টটি এই মাসের শুরুতে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) চালু করেছে। ৩৮ বছর বয়সী রোহিতের ফিটনেস নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে তিনি এই টেস্টে কেবল পাশই করেননি, বরং সবাইকে অবাক করেছেন।

promotional_ad

৩০ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত এই টেস্টে অংশ নেয়া সকল ক্রিকেটারই পাশ করেছেন, জানাচ্ছে রেভস্পোর্টজ গ্লোবাল। বিশেষ করে রোহিতের ফিটনেস ও পারফরম্যান্স সেন্টার অফ এক্সেলেন্স, বেঙ্গালুরুতে সবাইকে বেশ প্রভাবিত করেছে। পাশাপাশি, প্রসিধ কৃষ্ণাও এই টেস্টে ভালো নম্বর পেয়েছেন।


আরো পড়ুন

তিন ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে ভারত

১৮ আগস্ট ২৫
গৌতম গম্ভীর, অজিত আগারকার এবং শুভমান গিল (বাম থেকে), ফাইল ফটো

ব্রোঙ্কো টেস্টে শুরুর স্থান থেকে যথাক্রমে ২০ মিটার, ৪০ মিটার এবং ৬০ মিটার দূরত্বে মার্কার রাখা হয়। প্রথমে ২০ মিটার দৌড়ে আবার শুরুর পয়েন্টে ফিরে আসতে হয়। পরেরবার ৪০ মিটার দৌড়ে ফিরতে হয়। তারপরের বার ৬০ মিটার দৌড়ে ফিরতে হয়। এই পুরো প্রক্রিয়াকে ধরা হয় এক সেট।


এভাবে টানা পাঁচটা সেট সম্পন্ন করতে হয়। যাতে সব মিলিয়ে ১২০০ মিটার দৌড়াতে হয় একটুও না থেমে। পাঁচটা সেট শেষ করার জন্য সময় দেওয়া হয় ৬ মিনিট। পরীক্ষার মধ্যে বিশ্রামের সুযোগ থাকে না। পরীক্ষা শেষ করার সময় যেমন মাপা হয়, তেমনই দেখা হয় ক্লান্তির পরিমাণ।


promotional_ad



আরো পড়ুন

বুমরাহ এই যুগের মহাতারকা: ওয়াসিম আকরাম

১৫ ঘন্টা আগে
জসপ্রিত বুমরাহ ও ওয়াসিম আকরাম

রোহিতের আগামী মাসে অস্ট্রেলিয়া সফরের কথা রয়েছে, যেখানে তিনি তিনটি ওয়ানডে খেলবেন। তবে সেপ্টেম্বরের শেষ ও অক্টোবরের শুরুতে কানপুরে ভারত এ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে তিনি খেলবেন কিনা, তা এখনো নিশ্চিত নয়।


রোহিত শর্মা ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর তিনি টি-টোয়েন্টি থেকে অবসর নেন। তারপর চলতি বছর জানুয়ারিতে শেষ হওয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের পরে টেস্ট ক্রিকেটও বিদায় জানান।


টি-টোয়েন্টি থেকে বিদায় নেওয়া রোহিতের পারফরম্যান্স স্মরণীয় হলেও, টেস্টে তার পারফরম্যান্স বেশ হতাশাজনক ছিল। অস্ট্রেলিয়ায় সিরিজে খারাপ ফলাফল ও পারফরম্যান্সের পর তিনি টেস্ট থেকে সরে দাঁড়ান।


বর্তমানে রোহিত শুধুমাত্র ওয়ানডে ফরম্যাটে খেলছেন। আইপিএলের শেষ আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। তার ভবিষ্যৎ নিয়ে অনেক প্রশ্ন থাকলেও নতুন ব্রোঙ্কো টেস্টে ভালো ফলাফল তার জন্য ইতিবাচক খবর হিসেবে দেখা হচ্ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball