৩ মাসের জন্য মাঠের বাইরে ও'রুর্কি

নিউজিল্যান্ড ক্রিকেট
৩ মাসের জন্য মাঠের বাইরে উইলিয়াম ও'রুর্কি, ফাইল ফটো
৩ মাসের জন্য মাঠের বাইরে উইলিয়াম ও'রুর্কি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে উজ্জ্বল সূচনার পর বড় ধাক্কা খেলেন উইলিয়াম ও'রুর্কি। পিঠের চোটে অন্তত তিন মাস মাঠের বাইরে থাকতে হবে নিউজিল্যান্ডের এই পেসারকে। চোটের ধরন অবশ্য বেশ গভীর, সেক্ষেত্রে সময়টা বাড়তেও পারে।

ডানহাতি এই ফাস্ট বোলারের পিঠের নিচের দিকে স্ট্রেস ফ্র্যাকচার ধরা পড়েছে। জিম্বাবুয়ে সফরে প্রথম টেস্টে পিঠে অস্বস্তি অনুভব করার পর দেশে ফিরে স্ক্যান করান ও'রুর্কি।

নিউজিল্যান্ড দলের কোচ রব ওয়াল্টার বলেন, 'এই মুহূর্তে উইলের প্রতি আমরা সমব্যথী ও তার দ্রুত সুস্থতা কামনা করছি। আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা এত দারুণ করেছে সে, এরপর এমন চোট স্বাভাবিকভাবেই খুব হতাশার।'

তিনি আরও যোগ করেন, 'আমরা আশা করছি তিন মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। স্ট্রেস ফ্র্যাকচার পেস বোলিংয়ের অংশ, তবে কখনোই ভালো কিছু নয়। তিন মাস পর আমরা তার অবস্থা পর্যালোচনা করব।'

ও'রুর্কি এখনও পর্যন্ত ১১টি টেস্টে ৩৯ উইকেট, ১৭টি ওয়ানডেতে ২২ উইকেট ও সাতটি টি-টোয়েন্টিতে সাত উইকেট নিয়েছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে সাউথ আফ্রিকার বিপক্ষে ৯ উইকেট নিয়ে টেস্ট অভিষেক হয় তার।

চোটের কারণে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজগুলো মিস করবেন তিনি। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা অনিশ্চিত।