পুরোনো উত্তাপ ছড়িয়ে ক্রিকেটে ফিরতে চান উমরান

ছবি: উমরান মালিক, ফাইল ফটো

আবার শুরু হয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। আর এই মৌসুম দিয়েই ফিরতে চলেছেন উমরান। দীর্ঘ বিরতির পর ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে উমরান জানান, এই মৌসুমটা স্মরণীয় করে রাখতে চান তিনি।
ছিটকে গেলেন উমরান, ‘নেট বোলার’ থেকে স্কোয়াডে সাকারিয়া
১৭ মার্চ ২৫
উমরান বলেন, 'আমি এখন ভালো অনুভব করছি। অনেক দিন ধরে ক্রিকেট খেলতে পারিনি। সাত-আট মাস ইনজুরিতে ছিলাম। এটা ছিল একটা কঠিন সময়। এখন ফিরে এসে ভালো লাগছে। আমি কাশ্মীরে অনেক লাল বল আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি।'
'তখন ছিল আমাদের রেজিস্ট্রেশন ক্যাম্প। এখন আমরা চেন্নাইয়ে আছি বুচি বাবু টুর্নামেন্ট খেলতে। যত বেশি ম্যাচ খেলতে পারি, সেটা আমার শরীরের জন্য ভালো। ফিরে এসেছি, ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য।'

‘অক্ষর কোনো ভুল করেনি, তার একটা ব্যাখ্যা প্রাপ্য’
১৯ ঘন্টা আগে
ভারতের হয়ে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে ১৩ উইকেট ও ৮ টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন উমরান। জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবার নজর কাড়তে চান তিনি।
উমরান আরো বলেন, 'হ্যাঁ, এখন আমি পুরো ছন্দে বল করব। আমি একজন খেলোয়াড়, সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই না। আমার লক্ষ্য শুধু ক্রিকেট খেলা। ইনজুরি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। ভারতের হয়ে খেলাই আমার লক্ষ্য। বুচি বাবুর পর আরও কিছু ম্যাচ খেলব, সম্ভবত রঞ্জি ট্রফি। আশা করি উইকেট নিতে পারব আর ফিরে আসতে পারব।'
চলমান বুচি বাবু টুর্নামেন্টের প্রথম পর্বে খেলছেন না উমরান। তবে আগামী ২২ আগস্ট যখন জম্মু ও কাশ্মীর মুখোমুখি হবে বরোদার, সেই ম্যাচে মাঠে নামতে পারেন এই গতি তারকা।