পুরোনো উত্তাপ ছড়িয়ে ক্রিকেটে ফিরতে চান উমরান

উমরান মালিক, ফাইল ফটো
২০২২ সালের আইপিএলে গতিময় বোলিং দিয়ে নজর কাড়েন ভারতের জম্মু ও কাশ্মীর থেকে উঠে আসা পেসার উমরান মালিক। সেই মৌসুমেই জাতীয় দলে ডাক পান সাদা বলের ফরম্যাটে। তবে দারুণ শুরুটা থেমে যায় একাধিক চোটের কারণে। প্রায় সাত-আট মাস মাঠের বাইরে ছিলেন এই ফাস্ট বোলার।

promotional_ad

আবার শুরু হয়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম। আর এই মৌসুম দিয়েই ফিরতে চলেছেন উমরান। দীর্ঘ বিরতির পর ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। ইএসপিএনক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে উমরান জানান, এই মৌসুমটা স্মরণীয় করে রাখতে চান তিনি।


আরো পড়ুন

ছিটকে গেলেন উমরান, ‘নেট বোলার’ থেকে স্কোয়াডে সাকারিয়া

১৭ মার্চ ২৫
উমরান মালিক (বামে), চেতন সাকারিয়া (ডানে), ফাইল ফটো

উমরান বলেন, 'আমি এখন ভালো অনুভব করছি। অনেক দিন ধরে ক্রিকেট খেলতে পারিনি। সাত-আট মাস ইনজুরিতে ছিলাম। এটা ছিল একটা কঠিন সময়। এখন ফিরে এসে ভালো লাগছে। আমি কাশ্মীরে অনেক লাল বল আর টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি।'


'তখন ছিল আমাদের রেজিস্ট্রেশন ক্যাম্প। এখন আমরা চেন্নাইয়ে আছি বুচি বাবু টুর্নামেন্ট খেলতে। যত বেশি ম্যাচ খেলতে পারি, সেটা আমার শরীরের জন্য ভালো। ফিরে এসেছি, ভালো পারফর্ম করাই আমার লক্ষ্য।'


promotional_ad



আরো পড়ুন

‘অক্ষর কোনো ভুল করেনি, তার একটা ব্যাখ্যা প্রাপ্য’

১৯ ঘন্টা আগে
অক্ষর প্যাটেল, ফাইল ফটো

ভারতের হয়ে এখন পর্যন্ত ১০ ওয়ানডেতে ১৩ উইকেট ও ৮ টি-টোয়েন্টিতে ১১ উইকেট নিয়েছেন উমরান। জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে আবার নজর কাড়তে চান তিনি।


উমরান আরো বলেন, 'হ্যাঁ, এখন আমি পুরো ছন্দে বল করব। আমি একজন খেলোয়াড়, সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে তাকাই না। আমার লক্ষ্য শুধু ক্রিকেট খেলা। ইনজুরি থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। ভারতের হয়ে খেলাই আমার লক্ষ্য। বুচি বাবুর পর আরও কিছু ম্যাচ খেলব, সম্ভবত রঞ্জি ট্রফি। আশা করি উইকেট নিতে পারব আর ফিরে আসতে পারব।'


চলমান বুচি বাবু টুর্নামেন্টের প্রথম পর্বে খেলছেন না উমরান। তবে আগামী ২২ আগস্ট যখন জম্মু ও কাশ্মীর মুখোমুখি হবে বরোদার, সেই ম্যাচে মাঠে নামতে পারেন এই গতি তারকা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball