শেবাগকে বাদ দিয়েছিলেন ধোনি, ক্যারিয়ার বাঁচান শচীন

ফাইল ছবি
৫ ম্যাচে ৮১ রান—গড় ১৬.২০! এমন পারফরম্যান্সের পর ভারতের ওয়ানডে একাদশ থেকে বাদ পড়েছিলেন বীরেন্দর শেবাগ। একাদশ থেকে জায়গা হারিয়ে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসরের কথা ভেবেছিলেন সাবেক এই ডানহাতি ওপেনার। তবে শচীন টেন্ডুলকারের পরামর্শে অবসর নেননি তিনি। পরবর্তীতে জাতীয় দলে ফেরার পাশাপাশি ভারতের জার্সিতে ২০১১ ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন শেবাগ।

promotional_ad

২০০৭ সালে পোর্ট অব স্পেনে বারমুডার বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলার পর থেকে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাচ্ছিলেন না শেবাগ। পরের ছয় ম্যাচের একটিতেও হাফ সেঞ্চুরি করতে পারেননি তিনি। সেই সেঞ্চুরির পর পঞ্চাশছোঁয়া ইনিংস খেলেছিলেন সাউথ আফ্রিকা একাদশের বিপক্ষে এশিয়া একাদশের হয়ে। যদিও জাতীয় দলের হয়ে ৬ ইনিংসে দুইটা চল্লিশোর্ধ্ব রানের ইনিংস খেলেছিলেন তিনি।


আরো পড়ুন

এশিয়া কাপে শেবাগের ‘গেম চেঞ্জার’ অভিষেক-বুমরাহ

২৮ আগস্ট ২৫
অভিষেক শর্মা ও জসপ্রিত বুমরাহ

এর কিছুদিন পর শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে নিয়ে আয়োজিত কমনওয়েলথ ব্যাংক সিরিজের স্কোয়াডে ছিলেন শেবাগ। তবে সেই সিরিজেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। প্রথম ৫ ম্যাচে ১৬.২০ গড়ে ৮১ রান করলে ষষ্ঠ ম্যাচে একাদশ থেকে জায়গা হারান তিনি। শেবাগের পরিবর্তে শেষের তিন ম্যাচে শচীনের সাথে ওপেনিং করেন রবি উথাপ্পা। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জেতে মহেন্দ্র সিং ধোনির ভারত।


promotional_ad

সিরিজের শেষ তিন ম্যাচে একাদশে সুযোগ না পাওয়ায় অভিমানে অবসরের কথাও ভেবেছিলেন শেবাগ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘২০০৭-০৮ অস্ট্রেলিয়া সিরিজে আমি প্রথম পাঁচ ম্যাচ খেলি, এরপর ধোনি আমাকে একাদশ থেকে বাদ দেয়। এরপর বেশ কিছু আমি একাদশে ছিলাম না। তখন মনে হলো, যদি একাদশে সুযোগই না পাই, তাহলে ওয়ানডে খেলার কোনো মানে নেই।’


আরো পড়ুন

ধোনির দরজা সবসময় খোলা থাকে: ব্রেভিস

৪ সেপ্টেম্বর ২৫
ডেওয়াল্ড ব্রেভিস ও মহেন্দ্র সিং ধোনি

অবসরের ভাবনা আসতেই শচীনের সঙ্গে আলাপ করেন শেবাগ। ভারতের হয়ে সেঞ্চুরির সেঞ্চুরি করা শচীন তখন শেবাগকে আবেগের বশে অবসর না নেয়ার পরামর্শ দেন। তাঁর কথা শুনেই ওয়ানডে ক্রিকেট না ছেড়ে জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকেন তিনি। একই বছরের জুনে বাংলাদেশে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে ভারতের একাদশে ফেরেন শেবাগ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৮৯ রানের ইনিংস খেলার পরের ম্যাচে বাংলাদেশের সঙ্গে করেন ৫৯ রান।


পরবর্তীতে লম্বা সময় জাতীয় দলে খেলে ২০১১ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন সাবেক এই ওপেনার। বিশ্বকাপে একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরিও করেছিলেন তিনি। অবসর না নেয়া প্রসঙ্গে শেবাগ বলেন, ‘আমি গিয়ে শচীনকে বলি, ওয়ানডে থেকে অবসরের কথা ভাবছি। শচীন তখন বললেন, আমিও ১৯৯৯-২০০০ সালে একই পরিস্থিতিতে পড়েছিলাম।’


‘তখন মনে হয়েছিল ক্রিকেট ছেড়ে দেব, কিন্তু সেই সময় কেটে গেছে। তুমিও এখন খারাপ সময় পার করছ; কিন্তু এটা কেটে যাবে। আবেগের বশে সিদ্ধান্ত নিয়ো না। নিজেকে কিছু সময় দাও। এরপর আমি আবার খেলি, রান করি এবং ২০১১ বিশ্বকাপ জিতি।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball