ভারতের টি-টোয়েন্টি লিগে নিষিদ্ধ কোহলির সতীর্থ দয়াল

ছবি: ইয়াশ দয়াল ও বিরাট কোহলি

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে দয়াল গোরখপুর লায়ন্সের হয়ে লিগের তৃতীয় আসরে খেলার জন্য চুক্তিবদ্ধ ছিলেন। টুর্নামেন্টটি আগামী ১৭ আগস্ট শুরু হওয়ার কথা রয়েছে। তার বিরুদ্ধে আইনি লড়াই চলছে।
কোহলিদের ‘ভুলে’ বদলে যেতে পারে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচের ভেন্যু
৮ আগস্ট ২৫
এ কারণে তাকে এই টুর্নামেন্ট থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে আয়োজকরা। কদিন আগেই তার বিরুদ্ধে স্থানীয় পুলিশ অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করেছে। এ ছাড়াও জয়পুরে তার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

চলতি বছরের শুরুতে বিরাট কোহলির সঙ্গে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে খেলেছেন দয়াল। দলের শিরোপা জয়েও বড় ভূমিকা রেখেছেন তিনি। তার বিরুদ্ধে নাবালিকা এক কিশোরীকে ভুয়া ক্রিকেট ক্যারিয়ারের প্রতিশ্রুতি দিয়ে দুই বছর ধরে ধর্ষণের আরেকটি মামলা হয়েছে বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম।
এই ঘটনার কয়েক সপ্তাহ পর, যখন আরেক নারী গত ৬ জুলাই গাজিয়াবাদের ইন্দিরাপুরাম থানায় দয়ালের বিরুদ্ধে আলাদা এক ধর্ষণ মামলা করেন। তার অভিযোগ বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে পাঁচ বছর ধরে তাকে যৌন নির্যাতন করেছেন দয়াল।
দয়ালের বিরুদ্ধে দুটি মামলাই বর্তমানে তদন্তাধীন, তবে ক্রিকেট সংশ্লিষ্ট অনেকেই এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আহ্বান জানিয়েছেন। এই ক্রিকেটারের বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।