‘সব সময় তুমি জিতবে না’, ডাকেটকে বলেছিলেন আকাশ

বেন ডাকেট ও আকাশ দীপ, ফাইল ফটো
ওভালে অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির পঞ্চম ও শেষ টেস্টে বেশ কয়েকবার স্লেজিংয়ে মেতে ওঠেন ইংল্যান্ড ও ভারতের ক্রিকেটাররা। যা ম্যাচটিতে সৃষ্টি করে বাড়তি উত্তাপ। বেন ডাকেটকে আউট করার পর তার কাঁধে হাত দিয়ে বিদায় জানান আকাশ দীপ। সেই টেস্ট শেষ হওয়ার ছয়দিন পর এ নিয়ে মুখ খুলেন আকাশ।

promotional_ad

দ্বিতীয় দিনের খেলার সবচেয়ে আলোচিত ঘটনা ছিল ভারতের পেসার আকাশের একটি উদযাপন। ইংল্যান্ডের ওপেনার ডাকেটকে কট বিহাইন্ডে আউট করার পর আকাশ উল্লাস করেন এবং এরপর ব্যাটারের কাঁধে হাত রেখে কয়েক ধাপ হেঁটে তাকে বিদায় জানানোর সময় কানে কানে কিছু বলেন আকাশ।


আরো পড়ুন

ইংল্যান্ডকে পেস আগুনে পুড়িয়ে এজবাস্টনে ভারতের ইতিহাস

৬ জুলাই ২৫
দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন পেসার আকাশ দীপ

ডাকেট আউট হওয়ার আগে আকাশকে বলেছিলেন, 'তুমি আমাকে আউট করতে পারবে না'। এর পরিপ্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া দেখান ভারতের তরুণ পেসার। ম্যাচ শেষে যা নিয়ে তুমুল সমালোচনা হয়।


‘রেভস্পোর্টজ়’-কে দেয়া সাক্ষাৎকারে সম্প্রতি আকাশ বলেন, 'ডাকেটের বিপক্ষে আমার রেকর্ড বেশ ভালো। ওকে কয়েক বার আউট করেছি। তা ছাড়া বাঁহাতিদের বিরুদ্ধে সব সময়ে সুযোগ কাজে লাগাতে চাই। ও-ও আলাদা নয়। সে দিন ডাকেট চেষ্টা করছিল আমার লাইন-লেংথ নষ্ট করে দিতে। সুইপ, রিভার্স সুইপের মতো অন্য ধরনের শট খেলছিল। তখনই আমাকে এসে বলেছিল, ওটা ওর দিন। আমি ওকে আউট করতে পারব না।'


promotional_ad



আরো পড়ুন

বুমরাহ এই যুগের মহাতারকা: ওয়াসিম আকরাম

১৬ ঘন্টা আগে
জসপ্রিত বুমরাহ ও ওয়াসিম আকরাম

'আমাদের খুব বেশি রান ওঠেনি। তাই ওকে আউট করার পর গিয়ে বলেছিলাম, ‘কখনও তুমি ভুল করবে, আমি উইকেট পাব। সব সময় তুমি জিতবে না। এ বার আমি জিতেছি’। আসলে ও যে কথাটা বলেছিল সেটাই ফিরিয়ে দিয়েছিলাম। পুরোটাই হয়েছে ক্রিকেটীয় সংস্কৃতি মেনে।'


সেই টেস্ট ছয় রানে জিতে সিরিজ ২-২ ব্যবধানে শেষ করে ভারত। ম্যাচে ডাকেট বেশ ভোগাচ্ছিলেন ভারতের পেসারদের। সেটাও স্বীকার করে নেন আকাশ।


তিনি বলেন, 'সত্যিটা হল, ব্যাটার যদি ক্রিজ়‌ে বেশি নড়াচড়া করে এবং ওই ধরনের শট খেলে তা হলে লাইন-লেংথে প্রভাব পড়বেই। কারণ আপনি আগে থেকে ধরতেই পারবেন না ব্যাটার কী করতে চলেছে। সেটাই হচ্ছিল ওই সময়। তা ছাড়া ইংল্যান্ড দ্রুত রান তুলছিল এবং আমাদের একটা উইকেট দরকার ছিল।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball