অনিশ্চয়তায় ওয়েস্ট ইন্ডিজের অলিম্পিকে অংশগ্রহণ

ছবি: ওয়েস্ট ইন্ডিজ, ফাইল ফটো

ওয়েস্ট ইন্ডিজ় নামে আন্তর্জাতিকভাবে কোনও দেশের অস্তিত্ব নেই। এটি একটি ক্রিকেট দল যা ক্যারিবীয় অঞ্চলের ১২টি স্বাধীন দেশের ক্রিকেটারদের নিয়ে গঠিত। এর মধ্যে রয়েছে জামাইকা, বার্বাডোজ়, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, গায়ানা সহ অন্যান্য দ্বীপরাষ্ট্র।
ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার জন্য ওয়েস্ট ইন্ডিজকে ব্যবহার করছে ক্রিকেটাররা, দাবি লারার
১৮ জুলাই ২৫
অলিম্পিকে প্রতিটি স্বীকৃত দেশ তাদের নিজস্ব জাতীয় অলিম্পিক কমিটির মাধ্যমে অংশ নেয়। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ় নামে কোনও স্বীকৃত দেশ নেই, সেহেতু তাদের নিজস্ব কোনও জাতীয় অলিম্পিক কমিটি নেই। ফলে অলিম্পিকে অংশ নেয়ার সুযোগ পাওয়া তাদের পক্ষে প্রায় অসম্ভব।
ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ডের সভাপতি কিশোর শ্যালো বলেন, 'এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ়ের পক্ষে অলিম্পিকে অংশগ্রহণ করার কোনও রাস্তা খোলা নেই। তবে ২০২৮ অলিম্পিকে আমাদের দেশের তরুণ ক্রিকেটারেরা অংশ নিতে পারবে না, সেটাও হতে পারে না। ক্যারিবীয়রা বরাবর অলিম্পিক্সে দুর্দান্ত সাফল্য পেয়েছে। সেটা এসেছে মূলত অ্যাথলেটিক থেকেই।'

২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজ়ে অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রোজেক্ট ডিরেক্টর ক্রিস ডেহরিং বলেন, 'আমরা চাই অলিম্পিকে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের প্রতিটি দেশের যে সাফল্য রয়েছে, তার কথা ভেবেই অলিম্পিকে ওয়েস্ট ইন্ডিজ়কে খেলার অনুমতি দেওয়া হোক।'
তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পক্ষ থেকে এখনো এই বিষয়ে কোনও সিদ্ধান্ত বা অনুমোদন দেওয়া হয়নি। ফলে দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ়কে অলিম্পিকে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা অনিশ্চিতই থাকছে।
এদিকে একটি সম্ভাব্য বিকল্প পথ হতে পারে ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে নিয়ে একটি যোগ্যতা নির্ধারণী টুর্নামেন্ট আয়োজন করা। যেখানে বিজয়ী দেশটি অলিম্পিকে অংশ নেবে। আইসিসির পক্ষ থেকে এখনো ২০২৮ অলিম্পিকের যোগ্যতা অর্জন প্রক্রিয়া নিয়ে কোনও স্পষ্ট ঘোষণা দেওয়া হয়নি।