ত্রিদেশীয় সিরিজে ফিরছেন কনওয়ে

আন্তর্জাতিক
ত্রিদেশীয় সিরিজে ফিরছেন কনওয়ে
ডেভন কনওয়ে, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
জিম্বাবুয়ে ও সাউথ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে শুরুতে জায়গা পাননি ডেভন কনওয়ে। তবে স্কোয়াড ঘোষণার এক সপ্তাহের মধ্যেই বদলে গেল চিত্র। পায়ের চোটে ছিটকে যাওয়া ফিন অ্যালেনের বদলি হিসেবে দলে ডাক পেলেন কনওয়ে।

এমএলসি ২০২৫-এ সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলার সময় ইনজুরিতে পড়েন ফিন। যার ফলে গত এক বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেলা কনওয়ে ডাক পেলেন।

গত এক বছর অবশ্য ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে দেখা যায় কনওয়েকে। সদ্য সমাপ্ত এমএলসিতে টেক্সাস সুপার কিংসের হয়ে চার ম্যাচে ১৩৫ রান করেন তিনি, স্ট্রাইক রেট ছিল ১২৭.৩৫।

নতুন কোচ রব ওয়াল্টার বলেন, 'ফিনের জন্য সত্যিই খারাপ লাগছে। ওর সঙ্গে কাজ করতে মুখিয়ে ছিলাম, বিশেষ করে এমএলসিতে দারুণ ফর্মের পর। কিন্তু ইনজুরি তো খেলারই অংশ। ভাগ্য ভালো, কনওয়ের মতো মানসম্পন্ন একজন খেলোয়াড়কে ডাকার সুযোগ পেয়েছি।'

এই সিরিজে আরো যুক্ত হচ্ছেন মিচেল হে, টিম রবিনসন ও জিমি নিশাম। এই তিনজন থাকবেন অতিরিক্ত ক্রিকেটার হিসেবে। কারণ মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্র খেলবেন এমএলসি ফাইনালে। ফলে সিরিজের শুরুতে তাদের না পাওয়ার সম্ভাবনা রয়েছে।

নিউজিল্যান্ডের নেতৃত্ব দেবেন অলরাউন্ডার মিচেল সান্টনার। নতুন কোচ হিসেবে দায়িত্ব শুরু করছেন ওয়াল্টার, তাকে সহায়তা করবেন লুক রনকি, জ্যাকব ওরাম ও জেমস ফস্টার। তবে স্কোয়াডে নেই বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার। ব্যক্তিগত কারণে এই সফরে আসেননি কেন উইলিয়ামসন।

ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড তাদের অভিযান শুরু করবে আগামী বুধবার, প্রতিপক্ষ সাউথ আফ্রিকা। তিন দল একে অপরের সঙ্গে দুইবার করে খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। হারারে স্পোর্টস ক্লাবেই হবে সব ম্যাচ।

নিউজিল্যান্ড স্কোয়াড (ত্রিদেশীয় সিরিজ)- মিচেল সান্টনার (অধিনায়ক), ডেভন কনওয়ে, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফাউলকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সাইফার্ট, ইশ সোধি, মিচ হে, জিমি নিশাম ও টিম রবিনসন।

আরো পড়ুন: ডেভন কনওয়ে