ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর

ক্রিকেট ছাড়লেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর, ফাইল ফটো
৩৪ বছর বয়সে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিলেন পিটার মুর। জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই উইকেটরক্ষক-ব্যাটার গত কয়েক বছর ধরে খেলছিলেন আয়ারল্যান্ডের হয়ে। সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০২৪ সালের ফেব্রুয়ারিতে, জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে।

promotional_ad

দুটি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলা মাত্র ১৭ জন ক্রিকেটারের একজন মুর। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিনি খেলেছেন ১৫টি টেস্ট, ৪৯টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি। ২০১৪ সালে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় তার।


আরো পড়ুন

৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস

১১ জুলাই ২৫
৫ বলে ৫ উইকেট নিয়ে ক্যাম্ফারের ইতিহাস, ফাইল ফটো

এরপর ২০১৬ সালে জিম্বাবুয়ের হয়ে টেস্ট ও টি-টোয়েন্টিতে নাম লেখান তিনি। জন্মভূমির হয়ে খেলেন আটটি টেস্ট। ৩৪ বছর বয়সী মুরের দাদী ছিলেন আইরিশ, ফলে আইরিশ পাসপোর্টের অধিকারী তিনি।


promotional_ad

দীর্ঘদিন ধরে আয়ারল্যান্ডে ক্লাব ক্রিকেট খেলার পর ২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরের মাধ্যমে আয়ারল্যান্ডের টেস্ট দলে জায়গা পান মুর। এরপর দেশের হয়ে খেলেন সাতটি টেস্ট।


তবে আয়ারল্যান্ডের হয়ে ওয়ানডে বা টি-টোয়েন্টিতে আর খেলার সুযোগ হয়নি তার। টেস্ট পারফরম্যান্সে জিম্বাবুয়ের হয়ে তুলনামূলক ভালো করলেও আয়ারল্যান্ডের হয়ে সেই ধারাবাহিকতা ছিল না।


জিম্বাবুয়ের হয়ে ৩৫.৫৩ গড়ে করেন পাঁচটি ফিফটি, যেখানে আয়ারল্যান্ডের হয়ে সাত টেস্টে তার গড় নেমে আসে ১৪.৩৫-এ। সব মিলিয়ে ১৫ টেস্টে ছয় হাফ সেঞ্চুরিতে ২৫.৩১ গড়ে তার রান ৭৩৪। ওয়ানডেতে চার হাফ সেঞ্চুরিতে রান ৮২৭, আর টি-টোয়েন্টিতে একটি হাফ সেঞ্চুরিতে রান ৩৬৪।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball