promotional_ad

সিরিজ জিততে ‘জানপ্রাণ দিয়ে’ লড়বে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা দল, ফাইল ফটো
শ্রীলঙ্কা-বাংলাদেশের মধ্যকার সিরিজ বর্তমানে ১-১ ব্যবধানে সমতায়। পাল্লেকেলেতে হতে যাওয়া শেষ ওয়ানডেটি তাই দুই দলের জন্যই রূপ নিয়েছে ফাইনালে। সিরিজ জয়ে চোখ রাখছে বাংলাদেশ। ব্যতিক্রম নয় শ্রীলঙ্কাও। তবে সিরিজ জয়ের কথা ভেবে নিজেদের চাপে ফেলতে চাইছে না স্বাগতিকরা। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে সেই বার্তাই দিয়েছেন দলের ব্যাটিং কোচ তিলিনা কান্দাম্বি।

promotional_ad

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪৮ রানে থামিয়ে ভালো শুরু করেছিল স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ ওভারে ৭৪ রান তুলে ফেলার পরও ম্যাচটি হাতছাড়া করে তারা। মাঝের ওভারগুলোতে বাংলাদেশের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।


আরো পড়ুন

সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ

১৭ ঘন্টা আগে
ক্রিকফ্রেঞ্জি

কান্দাম্বি বলেন, ‘আমরা সিরিজ নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। প্রক্রিয়াটার দিকেই চোখ রাখছি। জানি আমরা ভালো দল। আমাদের প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, যদি তা করতে পারি তাহলে মনে হয় না প্রতিপক্ষ আমাদের সঙ্গে পারবে।’


জানা গেছে, স্পিনার তানভীর পাঁচ উইকেট পাওয়ায় তাকে নিয়ে প্রচুর আলোচনা করেছে শ্রীলঙ্কা দল। স্বাগতিক দলের পারফরম্যান্স অ্যানালিস্ট বিকল্প স্পিনার শামীম হোসেন পাটোয়ারির বোলিং কৌশলও দেখে নিয়েছেন।


promotional_ad



আরো পড়ুন

তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের

১ ঘন্টা আগে
তামিম ইকবাল ও সাকিব আল হাসান, ফাইল ফটো

কেননা শামীমের বলে দ্বিতীয় ওয়ানডেতে ফিরে গেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। সেই উইকেট নিয়ে জয়ের ভিত শক্ত করে বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশের স্পিন বোলিং নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা।


কান্দাম্বি বলেন, ‘আগের ম্যাচে বাংলাদেশের তিনজন স্পিনারই মাঝের ওভারগুলোতে ভালো করেছে। কীভাবে ওই সময়ে তাঁদের সামলাব, তা নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা অনুশীলনেও এসব বিষয়ে নজর দেব।’


তৃতীয় ম্যাচের ভেন্যু পাল্লেকেলের পিচ নিয়ে আশাবাদী শ্রীলঙ্কার এই কোচ, ‘পাল্লেকেলের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। আমার মনে হয় ভালো বাউন্সও থাকবে। আপনি যদি এখানকার শেষ কিছু ম্যাচ দেখেন, ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। আশা করি আমরা জানপ্রাণ দিয়ে লড়ে ভালো কিছু করে দেখাতে পারব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball