সিরিজ জিততে ‘জানপ্রাণ দিয়ে’ লড়বে শ্রীলঙ্কা

ছবি: শ্রীলঙ্কা দল, ফাইল ফটো

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ২৪৮ রানে থামিয়ে ভালো শুরু করেছিল স্বাগতিকরা। ব্যাটিংয়ে নেমে মাত্র ৯ ওভারে ৭৪ রান তুলে ফেলার পরও ম্যাচটি হাতছাড়া করে তারা। মাঝের ওভারগুলোতে বাংলাদেশের স্পিনারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২৩২ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম ৫ উইকেট নিয়ে হন ম্যাচসেরা।
সিরিজ জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ
১৭ ঘন্টা আগে
কান্দাম্বি বলেন, ‘আমরা সিরিজ নিয়ে ভেবে নিজেদের চাপে ফেলতে চাই না। প্রক্রিয়াটার দিকেই চোখ রাখছি। জানি আমরা ভালো দল। আমাদের প্রক্রিয়াটা অনুসরণ করতে হবে, যদি তা করতে পারি তাহলে মনে হয় না প্রতিপক্ষ আমাদের সঙ্গে পারবে।’
জানা গেছে, স্পিনার তানভীর পাঁচ উইকেট পাওয়ায় তাকে নিয়ে প্রচুর আলোচনা করেছে শ্রীলঙ্কা দল। স্বাগতিক দলের পারফরম্যান্স অ্যানালিস্ট বিকল্প স্পিনার শামীম হোসেন পাটোয়ারির বোলিং কৌশলও দেখে নিয়েছেন।

তামিম ‘বেস্ট ফ্রেন্ড’ নন, তবে ‘ভালো বন্ধু’ সাকিবের
১ ঘন্টা আগে
কেননা শামীমের বলে দ্বিতীয় ওয়ানডেতে ফিরে গেছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা। সেই উইকেট নিয়ে জয়ের ভিত শক্ত করে বাংলাদেশ। সবমিলিয়ে বাংলাদেশের স্পিন বোলিং নিয়ে চিন্তিত শ্রীলঙ্কা।
কান্দাম্বি বলেন, ‘আগের ম্যাচে বাংলাদেশের তিনজন স্পিনারই মাঝের ওভারগুলোতে ভালো করেছে। কীভাবে ওই সময়ে তাঁদের সামলাব, তা নিয়ে আমাদের কথা হয়েছে। আমরা অনুশীলনেও এসব বিষয়ে নজর দেব।’
তৃতীয় ম্যাচের ভেন্যু পাল্লেকেলের পিচ নিয়ে আশাবাদী শ্রীলঙ্কার এই কোচ, ‘পাল্লেকেলের উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। আমার মনে হয় ভালো বাউন্সও থাকবে। আপনি যদি এখানকার শেষ কিছু ম্যাচ দেখেন, ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। আশা করি আমরা জানপ্রাণ দিয়ে লড়ে ভালো কিছু করে দেখাতে পারব।’