আরেকটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে চান লায়ন

ছবি: নাথান লায়ন, ফাইল ফটো

২০২৩ সালে ভারতের বিপক্ষে ডব্লিউটিসি ফাইনাল জয়ের ম্যাচে খেলেছিলেন লায়ন। মাসখানেক আগে লর্ডসে সাউথ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচেও ছিলেন দলে। ফাইনাল হেরে দমে যাননি লায়ন। এখনও তার লক্ষ্য অনেক কিছু অর্জন করা।
লিচই ইংল্যান্ডের সেরা স্পিনার, বিশ্বাস লায়নের
৩১ জুলাই ২৫
আইসিসিকে লায়ন বলেন, 'আমি সবসময় বলে এসেছি, ভারতে ও ইংল্যান্ডে গিয়ে সিরিজ জিততে চাই। সামনে সেই সুযোগ আসবে, তবে আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টগুলোতে মনোযোগ দিতে হবে।'

তিনি আরও বলেন, 'এরপর সামনে আছে ঘরের মাঠে অ্যাশেজ সিরিজ। তবে আরেকটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলাটাও আমার লক্ষ্য।'
অভিষেকেই আফ্রিকান স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ
১২ ঘন্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত ৫৫৬ উইকেট নিয়েছেন লায়ন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে তার চেয়ে বেশি উইকেট আছে কেবল শেন ওয়ার্ন (৭০৮) ও গ্লেন ম্যাকগ্রার (৫৬৩)।
তবে ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবছেন না লায়ন। তার কথায়, 'ওয়ার্নি অনেক দূরে। আমার কাছে তিনি সর্বকালের সেরা খেলোয়াড়। আমি শুধু নিজের ভূমিকা ঠিকভাবে পালন করতে চাই, এটাই খেলে যাওয়ার বড় কারণ।'