প্রোটিয়াদের জন্য রক্ত দিতেও প্রস্তুত রাবাদা

আন্তর্জাতিক
প্রোটিয়াদের জন্য রক্ত দিতেও প্রস্তুত রাবাদা
শিরোপা হাতে কাগিসো রাবাদা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে সাউথ আফ্রিকা। চতুর্থ ইনিংসে লড়াকু এক সেঞ্চুরি করে সবার নজর কেড়ে নিয়েছেন এইডেন মার্করাম। তবে প্রথম ইনিংস থেকেই দারুণ বোলিং করে অস্ট্রেলিয়াকে নাড়িয়ে দিয়েছিলেন প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।

তিনি ম্যাচ জুড়ে ৯ উইকেট নিয়ে সাউথ আফ্রিকাকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন। তাকে সুপারস্টার হিসেবে স্বীকৃতি দিয়েছেন প্রোটিয়া কোচ শুকরি কনরাডও। এদিকে প্রোটিয়াদের জন্য কঠোর পরিশ্রম ও উন্নতি করে সামনে এগিয়ে যাওয়ার লক্ষ্য রাবাদার। প্রয়োজনে এই দলের জন্য রক্ত দিতেও দ্বিধা করবেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাবাদা বলেন, 'আমি নিজেকে একজন তারকা হিসেবে দেখি না। নিজেকে এমন একজন হিসেবে দেখি, যে এই দলের জন্য রক্ত দিতে এবং কঠোর পরিশ্রম ও উন্নতি করতে প্রস্তুত। একজন ক্রিকেটার হিসেবে আমি সবসময় উন্নতি করতে চাই, অনেক গর্বের সঙ্গে এই ব্যাজের জন্য খেলি। আমি খুব কঠোর পরিশ্রম করছি। দ্বিতীয় ইনিংসের সেই স্পেলগুলো, যখন একটু ক্লান্ত থাকেন, তখন এগুলোই বেশি গুরুত্বপূর্ণ।'

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে নেতিবাচক কিছু কারণে সংবাদের শিরোনাম হয়েছিলেন রাবাদা। এপ্রিলে হুট করেই আইপিএলের মাঝ পথে দেশে ফিরে যান তিনি। তখন জানানো হয়েছিল ব্যক্তিগত কারণে আইপিএল ছেড়েছেন তিনি। তবে এই পেসার ফিরে আসার পর জানা যায় ডোপ টেস্টে পজিটিভ হয়েছিলেন তিনি।

সেই কথা নিজেই প্রকাশ্যে আনেন রাবাদা। জানা যায় বছরের শুরুতে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি চলাকালীন ডোপ পরীক্ষায় তিনি পজিটিভ হয়েছিলেন। সেই পরীক্ষার ফল আসে এপ্রিল। এ কারণেই তাকে কিছুদিনের নিষেধাজ্ঞা কাটাতে হয়েছে। এমন বাধা কাটিয়ে মাঠে ফিরে অভাবনীয় পারফরম্যান্স কখনই ভুলবেন না রাবাদা।

তিনি বলেছেন, 'জীবনেও ভুলব না। ছেলেদের কেউই ভুলবে না। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, তারা অভিজ্ঞ দল, তাদের প্রতি যথেষ্ট শ্রদ্ধা আছে। তাদের কেউ কেউ তখনও খেলছিল, যখন আমরা হাই স্কুলে ছিলাম। তাই এটা স্পেশাল, স্পেশাল, স্পেশাল। সত্যিই ভাষায় বর্ণনা করতে পারব না।'

আরো পড়ুন: কাগিসো রাবাদা