২৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে পুরান

ছবি: নিকোলাস পুরান, ফাইল ফটো

মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় নিজের অবসরের ঘোষণা দেন এই বাঁহাতি। পুরান এমন সময়ে জাতীয় দলকে বিদায় বললেন, যখন তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং সর্বোচ্চ রান সংগ্রহ করা ক্রিকেটার।
পুরানের মতো আরও ক্রিকেটার ভুল পথে পা বাড়াবেন, ধারণা স্যামির
১১ জুন ২৫
নিজের আবেগঘন বার্তায় পুরান লিখেছেন, ‘মেরুন জার্সি গায়ে জড়ানো, জাতীয় সংগীতের সময় দাঁড়িয়ে থাকা, আর মাঠে নামলে প্রতিবার নিজের সবটুকু উজাড় করে দেওয়া—এসব আমার কাছে আসলে কতটা গুরুত্ব বহন করে, তা শব্দে প্রকাশ করা খুব কঠিন।’
তিনি আরো লিখেন, ‘দলের অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক অসাধারণ গৌরব, যা আমি আজীবন হৃদয়ে ধারণ করব। আমার ক্যারিয়ারের আন্তর্জাতিক অধ্যায় শেষ হলেও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা কখনোই ম্লান হবে না।’

শক্ত অবস্থানে অস্ট্রেলিয়া, ক্যারিবীয়দের সামনে বাংলাদেশের রেকর্ড
৩০ মিনিট আগে
পুরানের বিদায়ের পর এক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই) বলেছে, ‘নিকোলাস আনুষ্ঠানিকভাবে আমাদের তার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন, যা তাঁর ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটাল। একজন বিশ্বমানের খেলোয়াড় হিসেবে পুরান ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ (১০৬) খেলা এবং সর্বোচ্চ রান (২,২৭৫) সংগ্রহ করা ক্রিকেটার হিসেবে বিদায় নিচ্ছেন।’
২০১৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় পুরানের। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেললেও টেস্টে কখনো সুযোগ হয়নি তার। ৬১ ওয়ানডেতে শেষবার খেলেছেন ২০২৩ সালে, এরপর থেকে কেবল টি-টোয়েন্টিতেই দেখা যাচ্ছিল তাকে।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পুরানের আধিপত্য এখনো অব্যাহত। ২০২৪ সালে তিনি টি-টোয়েন্টি সংস্করণে ১৭০টি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েন। সদ্যসমাপ্ত আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে করেন ৫০০ রান, মারেন আসরের সর্বোচ্চ ৪০টি ছক্কা।