promotional_ad

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে, ব্যাটিং কোচ হানিফ মালিক

পাকিস্তানের নতুন বোলিং কোচ নফকে (বামে), ব্যাটিং কোচ হানিফ মালিক (ডানে), ফাইল ফটো
পাকিস্তান ক্রিকেট দলের কোচিং স্টাফে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার অ্যাশলি নফকে। একইসঙ্গে দেশটির ব্যাটিং কোচের দায়িত্ব দেয়া হয়েছে হানিফ মালিককে। নতুন প্রধান কোচ মাইক হেসনকে নিয়োগ দেয়ার কয়েকদিনের মধ্যেই এই দুজনকে নিয়োগ দিলো পিসিবি। পাকিস্তানের গণমাধ্যম প্রকাশ করছে এমনই সংবাদ।

promotional_ad

ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা থাকলেও এবারই প্রথম নফকে পাকিস্তান জাতীয় দলের সঙ্গে যুক্ত হলেন। তিনি এর আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া দলগুলোর পাশাপাশি বিগ ব্যাশ লিগের দল ব্রিসবেন হিটের কোচিং স্টাফেও ছিলেন।


একই সঙ্গে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হানিফ মালিক দেশটির ঘরোয়া ক্রিকেটে একজন পরিচিত ও সম্মানিত কোচ। দীর্ঘদিন ধরে তরুণ ব্যাটারদের সঙ্গে কাজ করে আসছেন মালিক, যিনি মূলত টেকনিক্যাল কোচিং দর্শনের জন্য পরিচিত।


সাম্প্রতিক সময়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধারাবাহিকতার অভাব ছিল লক্ষ্যণীয়। বিশেষ করে বিদেশি কন্ডিশনে রান করার ক্ষেত্রে ব্যর্থতা স্পষ্ট। পিসিবির প্রত্যাশা, এই অবস্থায় হানিফ মালিকের প্রধান দায়িত্ব হবে ব্যাটারদের আত্মবিশ্বাস গড়ে তোলা এবং শট নির্বাচনের ক্ষেত্রে উন্নতি ঘটানো।


promotional_ad



কোচিং স্টাফে নানা পরিবর্তনের অংশ হিসেবে সহকারী কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে আজহার মাহমুদকে। পাকিস্তানের সাবেক এই অলরাউন্ডার দীর্ঘদিন ধরে বিভিন্ন সময়ে কোচিং স্টাফে ছিলেন। যদিও কিছু সাফল্য পেয়েছিলেন, তবে নতুন নেতৃত্বের অধীনে ভিন্ন পথে হাঁটছে পিসিবি।


পিসিবি এখনও দলের প্রধান কোচ কিংবা অন্য স্টাফদের বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি। দেশটির গণমাধ্যম আরো জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন করে দল সাজানোর পরিকল্পনা করছে তারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball