টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচ অফিশিয়ালদের নাম ঘোষণা

আন্তর্জাতিক
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচের অফিশিয়ালদের নাম ঘোষণা
ক্রিস গাফানি ও রিচার্ড ইলিংওয়র্থ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ম্যাচের অফিশিয়ালদের নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ১১ থেকে ১৫ জুন পর্যন্ত ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এই টেস্টের মর্যাদাপূর্ণ এই ফাইনাল ম্যাচটি।

এবারই প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলছে সাউথ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গাফানি ও ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়র্থ।

বর্তমান আইসিসি বর্ষসেরা আম্পায়ার ইলিংওয়র্থ এর আগে ২০২১ ও ২০২৩ সালের ফাইনালেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন এবং এবার টানা তৃতীয়বারের মতো একই দায়িত্ব পালন করতে চলেছেন বর্তমান বিশ্বের অন্যতম অভিজ্ঞ এই আম্পায়ার।

গত বছর আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন গাফানি। এর আগে ২০২৩ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও দায়িত্ব পালন করেছিলেন তিনি। এবার আবারও তার কাঁধে দায়িত্ব দিল আইসিসি।

সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও ভারত। ভারতীয়দের হারিয়ে সেবার শিরোপা উঁচিয়ে ধরেছিল প্যাট কামিন্সের দল। দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচের টিভি আম্পায়ার হিসেবে থাকছেন ইংল্যান্ডের রিচার্ড কেটলবরো।

ভারতের নিতিন মেনন থাকছেন চতুর্থ আম্পায়ার হিসেবে। আর ম্যাচ রেফারির দায়িত্ব দেয়া হয়েছে ভারতের জাভাগাল শ্রীনাথকে। এরই মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দুই দলই স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তারা এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত।

আরো পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ