promotional_ad

পিসিবির ৫ লাখ রুপির চাকরি ছেড়ে দিলেন মালিক

শোয়েব মালিক, ফাইল ফটো
পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেয়া মাসে ৫ লাখ রুপি বেতনের ‘মেন্টর’ পদ ছাড়লেন শোয়েব মালিক। দুই বছরের বেশি সময় বাকি থাকতেই চাকরি ছেড়ে দিলেন সাবেক এই অলরাউন্ডার। পিসিবিকে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন সপ্তাহ দুয়েক আগেই।

promotional_ad

তাদের জানিয়েছেন, নানা ব্যস্ততায় সময় দিতে পারছেন না বলেই এমন সিদ্ধান্ত। মালিক ছিলেন পাঁচ মেন্টরের একজন, যাদের গত অগাস্টে নিয়োগ দিয়েছিল বোর্ড। তার সঙ্গে ছিলেন ওয়াকার ইউনিস, সাকলাইন মুশতাক, মিসবাহ-উল-হাক ও সরফরাজ আহমেদ। তিন বছরের চুক্তিতে যুক্ত হয়েছিলেন সবাই।


আরো পড়ুন

রিশাদে মুগ্ধ মালিক, দিলেন নাহিদের যত্ন নেয়ার পরামর্শ

২৩ এপ্রিল ২৫
রিশাদ হোসেন, শোয়েব মালিক ও নাহিদ রানা

মালিক বলেন, 'এই সিদ্ধান্ত নেয়া সহজ ছিল না। তবে অন্যান্য জায়গায় আমার যে ব্যস্ততা, সেসব ভাবনায় রেখে মনে হয়েছে, পাকিস্তানের ক্রিকেট এবং আমার অন্যান্য দায়িত্ব ও ব্যক্তিগত প্রাধান্যের কাজগুলো, কোথাও নিজের সেরাটা দিতে পারব না এতগুলো কাজ একসঙ্গে চালিয়ে গেলে।'


'সবার প্রতি ন্যায্য মনোভাব বজায় রাখতে এটিই পালাবদলের উপযুক্ত সময় মনে হয়েছে আমার। পাকিস্তানের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটারের সঙ্গে কাজ করতে পারা ছিল আমার জন্য দারুণ তৃপ্তিদায়ক অভিজ্ঞতা, যা লালন করব সবসময়।'


promotional_ad



আরো পড়ুন

পাকিস্তান সফরে যেতে সরকারের ‘মৌখিক অনুমতি’ পেয়ে চিঠির অপেক্ষায় বিসিবি

৩ ঘন্টা আগে
ফাইল ছবি

পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে মেন্টরদের ভূমিকা নিয়ে শুরু থেকেই ছিল বিতর্ক। তাদের কাজ নিয়ে ছিল ধোঁয়াশা, ছিল কোচদের সঙ্গে দ্বৈততার প্রশ্ন। এর মধ্যে যখন বোর্ড তাদের মোটা অঙ্কের পারিশ্রমিক দেয়ার তথ্য প্রকাশ করে, তখন বিতর্ক চূড়ান্ত রূপ নেয়। পিসিবি এখন নাকি ভাবছে পুরো মেন্টর পদের প্রয়োজনীয়তা নিয়েই।


মালিক যদিও আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিক অবসর নেননি, কিন্তু ২০২১ সালের পর পাকিস্তান দলে আর জায়গা হয়নি তার। তবে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে এখনো সক্রিয়। পিএসএল থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স টি-টোয়েন্টি কাপ—সব জায়গায় এখনও দেখা যায় ৪৩ বছর বয়সী এই অভিজ্ঞকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball