প্রোটিয়াদের তিন ফরম্যাটের কোচ এখন কনরাড

ছবি: অনুশীলনের ফাঁকে বিশ্রামে শুকরি কনরাড, সিএসএ

জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে সেই বিশ্বকাপ আয়োজন করবে সাউথ আফ্রিকাও। কোচ হিসেবে প্রোটিয়াদের সাফল্যের প্রায় চূড়ায় নিয়ে গেছেন কনরাড। তার অধীনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে সাউথ আফ্রিকা। আগামী মাসে লর্ডসে ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে তার দল।
রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক
৮ মে ২৫
সেই ফাইনালের আগেই আরও বড় সুখবর পেলেন কনরাড। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রকাশিত এক বিবৃতিতে কনরাড বলেন, 'টেস্ট দলের কোচিং করা আমার ক্রিকেট যাত্রার সবচেয়ে বড় সুযোগ ছিল। এখন সাদা বলের দায়িত্ব পাওয়াও সত্যিই দারুণ ব্যাপার।'

তিনি আরও বলেছেন, 'আমি ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে সত্যিই উদগ্রীব হয়ে আছি। আমাদের সিনিয়র খেলোয়াড়দের স্তর থেকে শুরু করে জুনিয়রদের মধ্যে যারা প্রোটিয়াসের প্রতিনিধিত্ব করার আকাঙ্ক্ষা রাখে তাদের মধ্যে দারুণ প্রতিভা রয়েছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তাদের গড়ে তোলার জন্য একটি শক্ত ভিত্তি আছে এবং আমি বিশ্বাস করি আমরা বিশেষ কিছু অর্জন করতে সক্ষম হবো।'
সাউথ আফ্রিকার সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। আগামী মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আগামী বছরের শুরুতে তাদের সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরপরের বছর নিজেদের দেশে বিশ্বকাপ খেলবে তারা। হাতে যে সময় আছে এর মধ্যেই নিজের পরিকল্পনা তৈরি করে ফেলতে চান কনরাড।
তিনি বলেন, 'আমাদের সামনে একটি ব্যস্ত সময়সূচি অপেক্ষা করছে, শুরু হচ্ছে আগামী মাসের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দিয়ে, এরপর আসছে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তার পরের বছর অনুষ্ঠিত হবে আমাদের নিজেদের আয়োজনে ৫০ ওভারের বিশ্বকাপ। এই সময়ে পরিকল্পনা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, কারণ আমাদের খেলোয়াড়দের সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে প্রতিটি ফরম্যাটে আমরা সবচেয়ে শক্তিশালী দল মাঠে নামাতে পারব।'