সাউথ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার

ছবি: ফাইল ছবি

২০২৪ সালে ওয়াল্টারের অধীনে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলে সাউথ আফ্রিকার। গত বছরের জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলেও নাটকীয়ভাবে ভারতের কাছে হেরে শিরোপা খোয়ায় তারা। পাশাপাশি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছিল প্রোটিয়ারা। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সেরা চারে জায়গা করে নিয়েছিলেন এইডেন মার্করাম, হেনরিখ ক্লাসেনরা।
টি-টোয়েন্টি ব্লাস্টের জন্য হ্যাম্পশায়ারে ব্রেভিস
২৮ মার্চ ২৫
যদিও নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। আইসিসির সবশেষ তিন আসরে দল হিসেবে ভালো করলেও দ্বিপাক্ষিক সিরিজে প্রত্যাশিত ফল পায়নি সাউথ আফ্রিকা। ওয়াল্টারের অধীনে সাতটি দ্বিপাক্ষিক সিরিজের তিনটিতেই হেরেছে তারা। যেখানে প্রথমবারের মতো পাকিস্তানের হোয়াইটওয়াশও হতে হয়েছে প্রোটিয়াদের। টি-টোয়েন্টিতে পরিসংখ্যান আরও বাজে।

আটটি টি-টোয়েন্টি সিরিজ খেললেও একটির বেশি জিততে পারেনি সাউথ আফ্রিকা। তবে বেশিরভাগ সিরিজেই পূর্ণ শক্তির দল পাননি ওয়াল্টার। তারকা ক্রিকেটাররা হয় কখনও বিশ্রাম নিয়েছেন আবার কখনও জাতীয় দলের খেলা বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি লিগ বেছে নিয়েছেন। এমন অবস্থায় অনেকটা বাধ্য হয়েই সাউথ আফ্রিকার দায়িত্ব ছাড়তে হয়েছে তাকে।
সাউথ আফ্রিকার পক্ষ থেকে ব্যক্তিগত কারণের কথা বললেও ইএসপিএন ক্রিকইনফো দাবি করেছে, দ্বিপাক্ষিক সিরিজে ভালো করতে না পারায় চাপে ছিলেন ওয়াল্টার। যে কারণে প্রধান কোচের চাকরি ছাড়তে হয়েছে তাকে। ওয়াল্টারের বিদায়ের পর সাউথ আফ্রিকার সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ হওয়ার দৌড়ে আছেন রবিন পিটারসন। যদিও এখনও পুরোপুরি নিশ্চিত নয় পিটারসনের চাকরি।
চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকার সাবেক স্পিনারের অধীনে এসএ২০ লিগের শিরোপা জিতে এমআই কেপটাউন। এমন অবস্থায় উঠে এসেছে তার নাম। এ ছাড়া টেস্ট দলের প্রধান কোচ শুকরি কনরোডকেও দায়িত্ব দেয়া হতে পারে। তার অধীনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে সাউথ আফ্রিকা।