ভারতের কোচ হলে রোহিতকে ২০ কিমি দৌড়াতে বলতেন যুবরাজের বাবা

ছবি: যুবরাজ সিং (বামে) এবং রোহিত শর্মা (ডানে), ফাইল ফটো

আইপিএলের পরপর, আগামী জুনে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড যাবে ভারতীয় ক্রিকেট দল। সেই সিরিজে ভারতের অধিনায়কের দায়িত্বে রোহিত থাকবেন কিনা, তা নিয়ে তৈরি হয়েছে আলোচনা।
আইসিসির শেষ তিন টুর্নামেন্ট খেলা ভারতীয় ক্রিকেটারদের সবার সম্মান প্রাপ্য: রোহিত
২০ ঘন্টা আগে
কেননা বেশ অনেকদিন ধরেই লাল বলের ক্রিকেটে ফর্মে নেই এই ওপেনার। এমনকি সিরিজও হেরেছেন কয়েকটি। বিশেষ করে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফি হার নিয়ে হয়েছে কঠোর সমালোচনা। এই দুই সিরিজ হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও উঠতে পারেনি ভারত।
টেস্ট ক্রিকেটে শেষ ১৫ ইনিংসে রোহিতের নেই কোনো সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন ৯ ইনিংস আগে। ফলে ইংল্যান্ডের বিপক্ষে চলছে রোহিতকে বাদ দেয়ার পরিকল্পনা। অন্তুত ভারতীয় সংবাদমাধ্যমগুলো গুঞ্জন এমনটাই। আর এতেই বেশ চটেছেন যুবরাজের বাবা যোগরাজ।

তিনি বলেন, 'আমাকে ভারতীয় দলের কোচ করা হলে, আমি এই দলটাকেই এমন একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আগামী কয়েক বছরে তাদের হারানো সম্ভব হবে না। সব সময় আপনারা প্লেয়ারদের দলের বাইরে ছুড়ে ফেলার কথা ভাবেন। হয় রোহিতকে বাদ দাও, নয় কোহলিকে। কিন্তু কেন? ওরা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ওদের বলতে চাই, আমি ওদের পাশে আছি। আমি ওদের রঞ্জি ট্রফি খেলার কথা বলব।'
'নয়তো রোজ রোহিতকে ২০ কিলোমিটার দৌড়াতে বলব। আমি ওদের বলব, আমি ওদের ভালোবাসি। এই প্লেয়াররা হিরে। তাদের ছুড়ে ফেলা যায় না। আমি ওদের সঙ্গে বাবার মতো ব্যবহার করব। যুবরাজের সঙ্গে আমি কখনও বাকিদের পার্থক্য করিনি। এমনকি ধোনিরও না। তবে যেটা ভুল, সেটা ভুল।'
এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে মন্তব্য করে আলোচিত-সমালোচিত হয়েছিলেন যোগরাজ। বিশেষ করে, চ্যাম্পিয়ন্স ট্রফিয়ে পাকিস্তানের ভরাডুবির পর পাকিস্তানের কোচ হতে চাওয়ায় তাকে নিয়ে হয়েছিলো সমালোচনা। তিনি উলটো সমালোচনা করেছিলেন ওয়াসিম আকরামদের মত সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের। তাদের তিনি বলেছিলেন, দেশে ফিরে দলের হাল ধরতে।