‘বিশ্বকাপের পর লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না’

ছবি: ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের অন্যতম নায়ক বরুণ চক্রবর্তী, ফাইল ফটো

সম্প্রতি এক ইউটিউব চ্যানেলে এক ঘন্টা ১৩ মিনিটের বেশ লম্বা একটি সাক্ষাৎকার প্রকাশ পেয়েছে বরুণ চক্রবর্তীর। 'ফ্রম স্ট্রিট ক্রিকেট টু স্টেডিয়ামস, দ্যা ইন্সপায়ারিং স্টোরি অফ বরুণ চক্রবর্তী' শিরোনামের সেই সাক্ষাৎকারে সমসাময়িক অনেক বিষয় নিয়েই কথা বলেছেন ৩৩ বছর বয়সী এই স্পিনার। কথা বলেন ২০২১ বিশ্বকাপের পর পাওয়া হুমকি নিয়েও।
আইপিএলে নতুন ডেলিভারি নিয়ে হাজির হচ্ছেন বরুণ
২২ মার্চ ২৫
'২০২১ সালে দুবাইয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি ফোনে অনেক হুমকি পাচ্ছিলাম। লোকেরা বলেছিল, তুমি আর ভারতে এসো না। তারা আমার বাড়িতে এসে আমাকে খুঁজতো। মাঝে মাঝেই আমাকে লুকিয়ে থাকতে হতো। যখন আমি বিশ্বকাপ শেষ করে বিমানবন্দর থেকে ফিরছিলাম, তখন কিছু লোক তাদের বাইকে করে আমার পিছনে পিছনে আসছিল, আমাকে নজরে রাখছিলো। এমনটা হয়। আমি বুঝতে পারি ভক্তরা আবেগতাড়িত হয়েই এমন আচরণ করেন।'
২০২০ এবং ২০২১ সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে যথাক্রমে ১৩ ম্যাচে ১৭ উইকেট এবং ১৭ ম্যাচে ১৮ উইকেট শিকার করেন এই মিস্ট্রি স্পিনার। আর এমন দূর্দান্ত পারফরম্যান্স দেখে বরুণকে ডাকা হয় ভারত জাতীয় দলে। রাখা হয় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও। তবে আশানরূপ পারফর্ম্যান্স করতে পারেননি বরুণ। বল হাতে সুযোগ পেয়েছিলেন ৩ ম্যাচে। কিন্তু উইকেট শিকার করতে পারেননি একটিও।

আর এতেই দল থেকে আবারো বাদ পরেন বরুন। সেই সাক্ষাৎকারে এই মিস্ট্রি স্পিনার বলেন, বিশ্বকাপের পর বিষন্নতায় ভুগছিলেন তিনি, ছিলেন অনুতপ্ত। 'বিশ্বকাপের পরের সময়টা আমার জণ্য বেশ কঠিন ছিলো। আমি বিষন্নতায় ভুগছিলাম। বার বার মনে হচ্ছিলো, এতো আলোড়ন তুলে জাতীয় দলে ডাক পাবার পর নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি আমি।'
‘সুপার ফ্লপ রোহিতের অবসরের সময় হয়ে গেছে’
২১ ঘন্টা আগে
'সুযোগ পাবার পরেও কোন উইকেট শিকার করতে না পারায় বেশ অনুতপ্ত ছিলাম। এরপর প্রায় তিন বছর আমাকে ডাকা হয়নি জাতীয় দলে। আমার কাছে মনে হয়, দলে পুনরায় ফিরে আসাটা অভিষেকের থেকেও বেশি কঠিন।'
২০২৪ সালের আইপিএলটা বেশ দুর্দান্ত কাটিয়েছেন বরুণ। কলকাতা নাইট রাইডার্সকে এক দশক পর এনে দিয়েছেন শিরোপা। তারপর থেকেই বল হাতে আছেন দারুণ ছন্দে। ছন্দে ছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও।