promotional_ad

আইসিসি শুধু ভারতের কথা শোনে: অ্যান্ডি রবার্টস

হার্দিক পান্ডিয়া ও স্যার অ্যান্ডি রবার্টস
আইসিসিতে ভারতের প্রভাব কারো অজানা নয়। সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভারত বাড়তি সুবিধা পেয়েছে বলে দাবি অনেকের। এই টুর্নামেন্টে রোহিত শর্মার দল চ্যাম্পিয়ন হওয়ার পর আরও আলোচনা চলছে আইসিসিতে ভারতের প্রভাব নিয়ে।

promotional_ad

এবার এই বিষয়ে কথা বলেছেন, ক্যারিবিয়ান কিংবদন্তি পেসার স্যার অ্যান্ডি রবার্টস। তিনি মনে করেন গত এক দশকে ভারতের কারণেই আইসিসিকে অনেক বিদ্রূপের শিকার হতে হয়েছে। এমনকি আইসিসি মানে তার কাছে এখন ভারতীয় ক্রিকেট বোর্ড মনে হয়।


আরো পড়ুন

স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল

১ ঘন্টা আগে
ফাইল ছবি

ভারতীয় সংবাদমাধ্যম মিড ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে রবার্টস বলেন, ‘আমার কাছে আইসিসির অর্থ ভারতীয় ক্রিকেট বোর্ড। সবকিছু ভারতই তো নিয়ন্ত্রণ করছে। ভারত যদি আগামীকাল বলে, শুনুন নো বল আর ওয়াইড রাখার দরকার নেই-আমার মনে হচ্ছে ভারতকে সন্তুষ্ট করতে আইসিসি কিছু একটা করে ফেলবে। আমার কথা লিখে রাখুন।’


শুধু এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিই নয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত বাড়তি সুবিধা পেয়েছে বলে দাবি স্যার রবার্টসের। সেবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটি যে করেই হোক গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ম্যাচ খেলতে চেয়েছিল।



promotional_ad

মূলত ভারতের দর্শকদের কথা মাথায় রেখেই এমনটা চিন্তা করছিল তারা। এরপর সেমি ফাইনালে ভারত ইংল্যান্ডের বিপক্ষে গায়ানাতেই খেলেছি। রবার্টসের মতে আইসিসির উচিত কখনও কখনও আইসিসির উচিত ভারতকে না করা।


ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি পেসার বলেন, ‘এই ব্যাপারে কিছু একটা করা দরকার। সবকিছু তো ভারত পেতে পারে না। কখনো কখনো ভারতকে না বলা উচিত আইসিসির।সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাড়তি সুবিধা পেয়েছে ভারত। সেমিফাইনালের ভেন্যুও তারা আগেই জেনে গিয়েছিল।’


এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হয়েছে। ভারত তাদের ফাইনাল, সেমি ফাইনালসহ সব ম্যাচ খেলেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। অন্যদিকে স্বাগতিক পাকিস্তানসহ বেশ কয়েকটি দলকে দুবাই আসা যাওয়ার মধ্যে থাকতে হয়েছে।



রবার্টস ভারতের এমন কান্ড নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, ‘ভারতকে চ্যাম্পিয়নস ট্রফিতে ভ্রমণই করা লাগল না। কোনো টুর্নামেন্টে একটা দল ভ্রমণ না করে কীভাবে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball