promotional_ad

ইংল্যান্ডের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে বাটলার

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে জস বাটলার, ফাইল ফটো
আফগানিস্তানের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়ে গেল ইংল্যান্ড। থ্রি লায়ন্স'রা বাদ পড়ায় জস বাটলারের নেতৃত্বের দায়িত্ব থাকবে কিনা তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। অধিনায়কত্ব ছাড়তে প্রস্তুত আছেন বাটলারও। শুধুমাত্র উইকেটরক্ষক হিসেবে খেলতে আপত্তি নেই তার। তবে সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করতে চান না তিনি।

promotional_ad

সীমিত ওভারের ক্রিকেটে বর্তমানে বাজে সময় কাটছে ইংল্যান্ডের। এই বছরে সাদা বলে ১০ ম্যাচের ৯টিই হেরেছে তারা। সবশেষ ১৬টি ওয়ানড খেলে তার মধ্যে ১২টিতে হেরেছে তারা। এর মধ্যে সবশেষ ছয়টিতেই হেরেছে তারা।


আরো পড়ুন

অস্ট্রেলিয়াকে দুর্বল ভাবতে নারাজ বাটলার

২১ ফেব্রুয়ারি ২৫
সংবাদ সম্মেলনে জস বাটলার, আইসিসি

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যায় ইংল্যান্ড। টুর্নামেন্টের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারে তারা। এরপর আফগানিস্তানের বিপক্ষে আট রানে হারে তারা।


বাটলার অবশ্য ইংল্যান্ডের হয়ে নেতৃত্বের শুরুটা দারুণ করেছিলেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব নিয়েই ইংল্যান্ডকে শিরোপা জেতান তিনি। এরপর ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে ইংল্যান্ড। তারপর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালেও হারে তারা।



promotional_ad

এদিকে ব্যাট হাতেও সময়টা খারাপ যাচ্ছে বাটলারের। ওয়ানডেতে সবশেষ ২০ ইনিংসে কেবল দুটি হাফ সেঞ্চুরি করেন তিনি। ২০২৩ সালের শুরুর দিকে শেষবার সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এরপর আইপিএলে সেঞ্চুরি পেলেও জাতীয় দলে ব্যর্থ তিনি।


আরো পড়ুন

দিল্লির মেন্টর পিটারসেন

১ ঘন্টা আগে
প্রথমবারের মতো আইপিএলে কোচিং করাবেন কেভিন পিটারসেন

নেতৃত্ব ছাড়া প্রসঙ্গে বাটলার বলেন, 'এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা কঠিন এবং কোনো ধরনের আবেগতাড়িত সিদ্ধান্ত নিতে চাই না আমি। তবে এটা অবশ্যই বলতে হবে যে, সব ধরনের সম্ভাবনাই বিবেচনা করতে হবে।'


'আমি উপভোগ করেছি (নেতৃত্ব)। অনেককে বলতে শুনেছি, আমার সঙ্গে এটা যায় না। তবে আমি এটা উপভোগ করি, চ্যালেঞ্জটা গ্রহণ করি। অবশ্যই ম্যাচ হারতে ও এই ধরনের ফলাফল পেতে ভালো লাগে না। সবকিছু যখন ঠিকঠাক হচ্ছে না, তখন আয়নার সামনে দাঁড়িয়ে বলতে হবে 'আমি কি সমস্যার অংশ নাকি সমাধানের? আমার মনে হয়, এটাই আমাকে খুঁজে বের করতে হবে।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball