চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তায় থাকা ১০০ পুলিশ সদস্যকে বরখাস্ত করল পাকিস্তান

আন্তর্জাতিক
নিরাপত্তায় থাকা ১০০ পুলিশ সদস্যকে বরখাস্ত করল পাকিস্তান
নিরাপত্তায় থাকা ১০০ পুলিশ সদস্যকে বরখাস্ত করল পাকিস্তান, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
২৯ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করছে পাকিস্তান। স্বাগতিক হিসেবে টুর্নামেন্ট সুষ্ঠুভাবে শেষ করাটাই পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ। ইতোমধ্যেই ১২ হাজার পুলিশকে দায়িত্ব দিয়েছিল দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এবার সেখান থেকে ১০০ জন পুলিশকে সাময়িক বরখাস্ত করেছে তারা।

মূলত দীর্ঘ কর্ম-ঘণ্টার চাপে অতিষ্ঠ হয়ে ১০০ জনেরও বেশি পাকিস্তানি পুলিশ সদস্য তাদের নিরাপত্তা দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানান। সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার (পিটিআই) তথ্যমতে বরখাস্ত হওয়া পুলিশের সদস্যরা পাঞ্জাব বিভিন্ন শাখার সঙ্গে যুক্ত ছিলেন।

জানা গেছে, এই পুলিশ কর্মীরা অসংখ্যবার ডিউটিতে অনুপস্থিত ছিলেন। এ ছাড়া আইসিসি টুর্নামেন্টের সময় তাদের অর্পিত দায়িত্ব পালন করতে সরাসরি অস্বীকার করেছিলেন কেউ কেউ। যার কারণে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্টরা।

পাঞ্জাব পুলিশের এক কর্মকর্তা পিটিআইকে বলেছেন, 'লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং নির্ধারিত হোটেলের মধ্যে ভ্রমণকারী দলগুলোর নিরাপত্তা প্রদানের জন্য পুলিশ কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তারা হয় অনুপস্থিত ছিলেন বা তাদের দায়িত্ব নিতে সরাসরি অস্বীকার করেছিলেন।'

পাঞ্জাবের আইজিপি উসমান আনোয়ার বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, 'আন্তর্জাতিক ইভেন্টের নিরাপত্তার ক্ষেত্রে অবহেলার কোনো সুযোগ নেই।'

এদিকে নিরাপত্তাজনিত কারণে পাকিস্তানে আগে থেকেই নেই ভারত। তারা নিজেদের সব ম্যাচ খেলছে দুবাইতে। তবে বাকি দলগুলোর সবাই খেলছে পাকিস্তানে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে হেরে ইতোমধ্যেই অবশ্য টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে পাকিস্তান।
 

আরো পড়ুন: পাকিস্তান