promotional_ad

বিদেশে পরিবার সঙ্গে নেয়ার নিয়মে পরিবর্তন আনল বিসিসিআই

শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা (ডানে) ও তার কন্যার সঙ্গে বিরাট কোহলি (বামে), ফাইল ফটো
বিদেশ সফরে ভারতের ক্রিকেটারদের জন্য কঠিন ভ্রমণনীতির ঘোষণার কথা শোনা গিয়েছিলো আরও আগেই। এবারের দুবাই সফর দিয়েই বাস্তবায়িত হচ্ছে সেটি। তবে এতে কিছুটা পরিবর্তন আনল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

promotional_ad

ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআইয়ের ভ্রমণনীতিতে বলা হয়েছে খেলোয়াড়েরা ৪৫ দিনের বেশি বিদেশ সফরে থাকলে প্রতি সিরিজে একবার করে তারা জীবনসঙ্গী ও সন্তানদের সাহচর্য পেতে পারেন, সেটা সর্বোচ্চ দুই সপ্তাহ পর্যন্ত।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

২ ঘন্টা আগে
আইসিসি

এই নীতির বিচ্যুতির জন্য অবশ্যই কোচ, অধিনায়ক ও জি এম অপারেশনসের পূর্ব অনুমোদন লাগবে। সাক্ষাতের সময়ের বাইরে যেকোনো অতিরিক্ত খরচ বিসিসিআই বহন করবে না, এমনটাও স্পষ্ট বলা হয়েছে।


যেহেতু টুর্নামেন্ট শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারী এবং শেষ হবে ৯ মার্চ, তাই ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা হিসেব করেও নীতি অনুযায়ী স্ত্রী সন্তান নিয়ে ভ্রমণ করতে পারবেন না ক্রিকেটাররা। এই নিয়ম খানিকটা শিথিল করল বিসিসিআই।


জানা গেছে, চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের তিন ম্যাচ ও সেমিফাইনাল–ফাইনালের একটিতে চাইলে পরিবারকে নিয়ে যেতে পারবেন ভারতের ক্রিকেটাররা। আসরটির সবগুলো ম্যাচই তাদের খেলার কথা রয়েছে দুবাইতে।



promotional_ad

ভারতের সংবাদমাধ্যম ‘জাগরণ’ জানিয়েছে, নিজেদের কড়া সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিসিসিআই। পত্রিকাটির দাবি বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে খেলোয়াড়েরা চাইলে এক ম্যাচের জন্য পরিবার সঙ্গে রাখতে পারবেন।


আরো পড়ুন

বিসিসিআইয়ের বিশেষ সম্মাননা পেলেন টেন্ডুলকার

২ ফেব্রুয়ারি ২৫
পুরষ্কার হাতে ভারতীয় ক্রিকেটাররা, বিসিসিআই

শুধু ভ্রমণ নীতিই নয়। আরো বেশ কিছু নিয়ম চাপানো হয়েছে ভারতীয় ক্রিকেটারদের উপর। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভরাডুবি দেখার পর, ড্রেসিং রুমে শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু কঠিন নিয়ম আরোপ করা হয় শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়াদের ওপর। যার বেশকিছু নিয়ম ভারতের জাতীয় দলের ক্রিকেটাররা পালন করছেন ইতোমধ্যেই।


অনুশীলনে যেতে প্লেয়াররা ব্যবহার করছেন না ব্যাক্তিগত কোন গাড়ি। পুরো দলের সাথে টিম বাসে করেই করতে হচ্ছে একস্থান থেকে আরেকস্থানে যাতায়াত। আগে খেলোয়াড়দের ব্যক্তিগত কর্মীরা যেমন ম্যানেজার, এজেন্ট থাকতে পারতেন তাদের সাথেই।


কিন্তু এখন নিজের ব্যাক্তিগত সহকারীদেরকেও সঙ্গে রাখতে পারছেন না ক্রিকেটাররা। তাদের থাকতে হচ্ছে ভিন্ন হোটেলে। এমনকি কঠোর নিয়মের কারণে ১৩ বছর পর ঘরোয়া ট্রফি রঞ্জিতেও খেলতে হয়েছে কোহলিকে। খেলেছেন রোহিত শর্মাসহ বাকি ক্রিকেটাররাও। 



এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ, পাকিস্তান ও নিউজিল্যান্ডের সঙ্গে একই গ্রুপে আছে ভারত। আগামীকাল ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ। এর তিন দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে নামবে ভারত। ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে দলটি।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball