promotional_ad

কারান পরিবারের অপেক্ষা ফুরানো সেঞ্চুরিতে জিম্বাবুয়ের সিরিজ জয়

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সেঞ্চুরি পেয়ে উচ্ছ্বসিত বেন কারান, জিম্বাবুয়ে ক্রিকেট
আন্তর্জাতিক ক্রিকেটে ১১ ওয়ানডে খেলা কেভিন কারান জিম্বাবুয়ের হয়ে হাফ সেঞ্চুরি করেছিলেন দুটি। ইংল্যান্ডের হয়ে ৩৫ ওয়ানডে খেলা স্যাম কারানের হাফ সেঞ্চুরি সংখ্যাও বাবা কেভিনের মতো দুটিই। সেঞ্চুরির খুব কাছে গিয়েও পুনেতে ভারতের বিপক্ষে অপরাজিত ছিলেন ৯৫ রানের ইনিংস খেলে। স্যামের আরেক ভাই টম কারান ইংল্যান্ডের হয়ে ২৮ ওয়ানডে খেললেও নেই হাফ সেঞ্চুরি। অন্যান্য সংস্করণে খেললেও স্যাম ও কারান কেউই সেঞ্চুরির দেখা পাননি।

promotional_ad

বাবা কেভিন এবং দুই ভাই স্যাম ও টম যা পারেননি সেটাই করে দেখালেন বেন কারান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২৪১ রানের লক্ষ্য তাড়ায় সেঞ্চুরিতে ১১৮ রানে অপরাজিত ছিলেন বাঁহাতি এই ওপেনার। কারান পরিবারের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি পেয়েছেন তিনি। কারান পরিবারের অপেক্ষা ফুরানো সেঞ্চুরিতে ৯ উইকেটের বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। দ্বিতীয় ওয়ানডেতে হারলেও শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। 


আরো পড়ুন

উইলিয়ামসের সেঞ্চুরিতে সাড়ে তিনশ ছাড়িয়ে জিম্বাবুয়ে

২৭ ডিসেম্বর ২৪
টেস্ট ক্যারিয়ারে শন উইলিয়ামসের পঞ্চম সেঞ্চুরি, জিম্বাবুয়ে ক্রিকেট

জয়ের জন্য ২৪১ রানের লক্ষ্য তাড়ায় ব্রায়ান বেনেট ও কারানের ব্যাটে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। প্রথম ওয়ানডেতে দেড়শ ছোঁয়া ইনিংস খেলা বেনেট দ্বিতীয় ওয়ানডেতে ব্যর্থ হয়েছিলেন। তবে সিরিজ জেতা ম্যাচে শুরু থেকেই দারুণ ব্যাটিং করেছেন বেনেট। অপরপ্রান্তে থাকা কারান শুরু থেকেই ছিলেন একটু আক্রমণাত্বক। বাঁহাতি ওপেনার ৯ চারে ৩৮ বলে পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। ৮৭ বলে জিম্বাবুয়ের রান একশ ছুঁয়েছে বেনেট ও কারানের ব্যাটে। 



promotional_ad

জিম্বাবুয়ের রান একশ ছুঁয়ে যাওয়ার পর হানা দেয় বৃষ্টি। তবে সেটা খুব বেশি দীর্ঘস্থায়ী না হওয়ায় আবারও শুরু হয় খেলা। তবে বৃষ্টি শেষে নিজেদের প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। গ্রাহাম হিউমের চতুর্থ স্টাম্পে পড়ে ভেতরে ঢোকা লেংথ ডেলিভারিতে মিড উইকেট দিয়ে ফ্লিক করতে চেয়েছিলেন বেনেট। তবে ব্যাটে-বলে করতে না পারায় লেগ বিফোর উইকেট হয়ে ফিরতে হয় তাকে। সাবলীল ব্যাটিং করলেও ২ রানের জন্য হাফ সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পোড়া বেনেটকে ৪৮ রানে আউট হতে হয়। 


আরো পড়ুন

আয়ারল্যান্ডকে সিরিজে ফেরালেন স্টার্লিং ও ক্যাম্ফার

১৬ ফেব্রুয়ারি ২৫
পল স্টার্লিং ও কার্টিস ক্যাম্ফায়ারের ১৪৪ রানের জুটিতে আয়ারল্যান্ডের জয়, ক্রিকেট আয়ারল্যান্ড

তিনে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন আরভিন। জিম্বাবুয়ের অধিনায়ক দুই ছক্কা ও চারটি চারে হাফ সেঞ্চুরি পেয়েছেন ৪৩ বলে। একটু পর ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন কারান। জিম্বাবুয়ের হয়ে খেলা নিজের নবম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন। শেষ পর্যন্ত বাঁহাতি ওপেনার অপরাজিত ছিলেন ১১৮ রানে। কারানকে সঙ্গ দেয়া আরভিন ম্যাচ শেষ করেছেন ৬৯ রানের ইনিংস খেলে। 



এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে তিন হাফ সেঞ্চুরিতে ২৪০ রানে তোলে আয়ারল্যান্ড। সফরকারীদের হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেছেন অ্যান্ড্রু বালবির্নি। এ ছাড়া লরকান টাকার ৬১, হ্যারি টেক্টর ৫১ এবং মার্ক অ্যাডায়ার অপরাজিত ২৬ রান করেছেন। স্বাগতিক জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও ট্রেভর গুয়ান্দো।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball