বিপিএলে আলো ছড়িয়ে পাকিস্তান দলে আকিফ
![বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন আকিফ জাভেদ, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/d9a7za4766Od669227b1fs07.jpeg)
ছবি: বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন আকিফ জাভেদ, ক্রিকফ্রেঞ্জি
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
বাংলাদেশের লিগে আলো ছড়িয়ে পাকিস্তান জাতীয় দলে সুযোগ পেয়েছেন আকিফ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চোটে পড়েছেন হারিস রউফ। ৮ দলের টুর্নামেন্টের আগে হারিসকে নিয়ে ঝুঁকি নিতে চায় না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ডানহাতি পেসারের জায়গায় ত্রিদেশীয় সিরিজের পাকিস্তান দলে ডাকা হয়েছে আকিফকে। এমন খবর জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার।
চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেলেন বুমরাহ
১ ঘন্টা আগে![ওয়ানডে বিশ্বকাপে খেলার সময় জসপ্রিত বুমরাহ, বিসিসিআই](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/8aDebAac805f68al9bZcb41c.png)
সদ্যই শেষ হওয়া বিপিএলে রংপুরের হয়ে খেলেছেন আকিফ। সবমিলিয়ে ১১ ম্যাচ খেলা বাঁহাতি পেসার ৬.৮৯ ইকনোমি রেট এবং ১৪.৩০ গড়ে ২০ উইকেট নিয়েছেন। রংপুরের জার্সিতে তার চেয়ে বেশি উইকেট নেই আর কারও। এ ছাড়া বিপিএলের সবশেষ আসরে আকিফের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল বাংলাদেশের তাসকিন আহমেদ (২৫)। এমন পারফরম্যান্সের পরই জাতীয় দলে সুযোগ পেলেন তিনি।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করলেও এখন পর্যন্ত পাকিস্তানের জার্সি গায়ে জড়ানো হয়নি আকিফের। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে একাদশে সুযোগ পাবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রোটিয়াদের বিপক্ষে ম্যাচটি পাকিস্তানের জন্য অনেকটা ডু অর ডাই। সেই ম্যাচে জিততে না পারলে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ওঠা হবে না পাকিস্তানের। কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা।
আকিফের মতো বিপিএলে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েছেন খুশদিল শাহ এবং ফাহিম আশরাফ। ফরচুন বরিশালের হয়ে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে নতুন করে নিজের জাত চেনান ফাহিম। জাতীয় দলের হয়ে ওয়ানডে পারফরম্যান্স ভালো না হলেও বিপিএলে পারফর্ম করায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেয় পিসিবি। ফাহিমকে দলে নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে নির্বাচকদের।
খুশদিলের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটনা ঘটেছে। রংপুরের হয়ে ১৭ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়ে ১৭০ এর বেশি স্ট্রাইক রেটে প্রায় ৩০০ রান করেছেন পাকিস্তানের অলরাউন্ডার। এমন পারফরম্যান্সেই লম্বা সময় পর জাতীয় দলে ফেরেন খুশদিল। তাদের দুজনকে দলে নেয়ার সমালোচনা হলেও অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান অবশ্য তাদের পক্ষে কথা বলেছেন।