অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড ঘোষণা করল শ্রীলঙ্কা
![শ্রীলঙ্কা দলে মাত্র একটি পরিবর্তন, ফাইল ফটো](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/6bW8a508De1b2f7040d43edb.webp)
ছবি: শ্রীলঙ্কা দলে মাত্র একটি পরিবর্তন, ফাইল ফটো
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে কিছুই করতে পারেনি শ্রীলঙ্কা। ২-০ ব্যবধানে হেরে গেছে স্বাগতিকরা। ওয়ানডে সিরিজে তাই ঘুরে দাঁড়ানোর আশায় স্বাগতিকরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ওয়ানডে ম্যাচের সিরিজের জন্য সোমবার ১৬ জনের স্কোয়াড দিয়েছে শ্রীলঙ্কা।
অবসরের পর কোচিংয়ে চোখ করুনারত্নের
৯ ফেব্রুয়ারি ২৫![কোচিংয়ে চোখ রাখছেন দিমুথ করুনারত্নে, ফাইল ছবি](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/a613x7I73l48bfbaXzV09640.jpg)
এর আগে চলতি বছরের শুরুতে ১৭ জন নিয়ে নিউজিল্যান্ডে খেলতে যায় লঙ্কানরা। এবার বিক্রামাসিংহেকে বাদ দিয়ে কাউকেই দলে ভেড়ায়নি তারা। গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে দিয়ে ওয়ানডে অভিষেক হয় বিক্রামাসিংহের।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
সেই ম্যাচে অবশ্য কিছুই করতে পারেননি বিক্রামাসিংহে। তবুও তাকে নিউজিল্যান্ডে নিয়ে যায় শ্রীলঙ্কা। সিরিজের তিনটি ম্যাচেই খেলার সুযোগ হয় তার। তিন ইনিংসে ২২, ১৭ এবং ১৯ রান করেন বিক্রামাসিংহে, উইকেট নেন কেবল একটি।
গলে স্পিন উইকেট বানিয়ে ‘শিক্ষা’ হয়ে গেছে শ্রীলঙ্কার
৯ ফেব্রুয়ারি ২৫![দুই টেস্টেই ব্যর্থ লঙ্কান ব্যাটাররা](https://cricfrenzy.com/public/storage/images/2-2025/4994b44f0o2cdce264cfn44U.webp)
নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল শ্রীলঙ্কা। ২২ বছর বয়সী অলরাউন্ডারকে তাই বাদ দিতে অসুবিধা হয়নি দলটির নির্বাচকদের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পায়নি শ্রীলঙ্কা। সিরিজটি তাদের সেই অর্থে তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।
শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), নিশান মাদুশকা, নুয়ানিদু ফার্নান্দো, আভিশকা ফার্নান্দো, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিশাঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, আসিথা ফার্নান্দো, লাহিরু কুমারা, ইশান মালিঙ্গা, মোহাম্মদ সিরাজ, মাহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে ও দুনিথ ওয়েলালাগে।