promotional_ad

অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মার্নাস ল্যাবুশেন (বামে) ও লাহিরু কুমারা (ডানে), ফাইল ফটো
অস্ট্রেলিয়ার আসন্ন শ্রীলঙ্কা সফর সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। আগে প্রকাশিত সেই সূচিতে দুটি টেস্টের সাথে কেবল একটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল দুই দলের। এবার সেখানে একটি ওয়ানডে বাড়ানো হয়েছে।

promotional_ad

অর্থাৎ, এক ওয়ানডে নয়, দুই ওয়ানডের সিরিজ খেলবে দুই দল। দুই ম্যাচের টেস্ট এবং ওয়ানডে সিরিজ খেলতে আগামী ২৪ জানুয়ারি শ্রীলঙ্কায় পৌঁছাবে অস্ট্রেলিয়া দল। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে ২৯ জানুয়ারি থেকে।


আরো পড়ুন

কামিন্স-হ্যাজেলউডকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার

১৩ জানুয়ারি ২৫
অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো

দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৬ ফেব্রুয়ারি থেকে। গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই দুটি টেস্ট ম্যাচ। টেস্ট সিরিজের পর ১২ এবং ১৪ ফেব্রুয়ারি কলম্বোতে দুই ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। 


টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট ইতোমধ্যেই কেটে ফেলেছে অস্ট্রেলিয়া। ভারতের বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজ জিতেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দলটি। অস্ট্রেলিয়ার ফাইনালের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা উঠেছে আরও আগেই।



promotional_ad

আর তাই শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অস্ট্রেলিয়ার কাছে শুধুমাত্রই নিয়ম রক্ষার হয়ে দাঁড়িয়েছে।


আরো পড়ুন

থিকশানার হ্যাটট্রিকেও সিরিজ হার শ্রীলঙ্কার

৮ জানুয়ারি ২৫
লঙ্কানদের আরেকটি উইকেট পতনে কিউইদের উল্লাস, ফাইল ফটো

অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচি-


১ম টেস্ট- ২৯ জানুয়ারি, গল
২য় টেস্ট- ৬ ফেব্রুয়ারি, গল 



১ম ওয়ানডে- ১২ ফেব্রুয়ারি, কলম্বো 
২য় ওয়ানডে- ১৪ ফেব্রুয়ারি, কলম্বো



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball