কামিন্স-হ্যাজেলউডকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার
ছবি: অস্ট্রেলিয়া দল, ফাইল ফটো
আসন্ন শ্রীলঙ্কা সফরের অস্ট্রেলিয়া দলে রাখা হয়নি কামিন্স এবং হ্যাজেলউডকে। এই মুহূর্তে পিতৃত্বকালীন ছুটিতে আছেন কামিন্স। গোড়ালির চোটের কারণে ছুটির পাশাপাশি তাকে পুনর্বাসনেও থাকতে বলেছে সিএ।
অস্ট্রেলিয়ার শ্রীলঙ্কা সফরের সূচিতে পরিবর্তন
১৬ জানুয়ারি ২৫এদিকে মাসলের সমস্যায় ভোগা হ্যাজলেউড আছেন পুরোপুরি বিশ্রামে। তবে কামিন্স, হ্যাজেলউড— দুজনকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাবে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্বের ম্যাচে দলটি খেলবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে।
স্কোয়াড নিয়ে প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেন, ‘সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, গত বছরের সফল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের সঙ্গে জড়িয়ে থাকা মূল খেলোয়াড়দের নিয়ে অভিজ্ঞ ও সামাঞ্জস্যপূর্ণ একটি স্কোয়াড গড়া হয়েছে। পাকিস্তানের কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় নিয়ে একাদশ সাজানোর জন্য বৈচিত্র্যময় সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।’
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
২৪ ডিসেম্বর ২৪অস্ট্রেলিয়া দলে তেমন চমক নেই। নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হয়েছে স্কোয়াড। তবে চারজন পেসারের পাশে রাখা হয়েছে মাত্র একজন বিশেষজ্ঞ স্পিনারকে। কামিন্স, হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও নাথান এলিসের সঙ্গে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে খেলবেন অ্যাডাম জাম্পা। মূলত দলে গ্লেন ম্যাক্সওয়েল থাকায় বাড়তি স্পিনার নেয়নি অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস ও অ্যাডাম জাম্পা।