অভিনব উপায়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা নিউজিল্যান্ডের
ছবি: চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ড স্কোয়াড, ফাইল ফটো
গত ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড ঘোষণা করেছিলেন খেলোয়াড়দের পরিবার। এবার অবশ্য অধিনায়ক মিচেল সান্টনার ঘোষণা করলেন স্কোয়াড। নাম ঘোষণার সময় সবার সঙ্গে একটি করে বিশেষণও জুড়ে দেন তিনি।
কিউইদের ১৪০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা
১১ জানুয়ারি ২৫দলের অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে ‘বিস্ট’ বা ফাস্ট বোলার লকি ফার্গুসনকে ‘থান্ডারবোল্ট’... এভাবে সবাইকেই কোনো না কোনো বিশেষণ উপহার দেন তিনি। ভিডিওতে দেখা যায় সান্টনার কেবল ক্যামেরার ফ্রেমে ঢুকেছেন এবং ফাঁকা গ্যালারিতে বসে নামগুলো বলেছেন।
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউই দলে রাখা হয়েছে দুই বিশেষজ্ঞ পেসার বেন সিয়ার্স ও উইল ও’রুর্কিকে। দলে আছেন অলরাউন্ডার নাথান স্মিথ। এখনো ওয়ানডে অভিষেক না হলেও সিয়ার্সের ওপর ভরসা করছে নিউজিল্যান্ড।
ঘোষিত দলে অবশ্য জায়গা হয়নি তারকা পেসার ট্রেন্ট বোল্টের। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে গুরুত্ব দিয়ে ২০২২ সালে দেশটির কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যান তিনি। বাদ পড়েছেন ওপেনার ফিন অ্যালেনও।
চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত
২৪ ডিসেম্বর ২৪দলে যথারীতি আছেন কেন উইলিয়ামসন ও টম লাথাম। চ্যাম্পিয়ন ট্রফির আগে একই স্কোয়াডটি পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে। পাকিস্তান-নিউজিল্যান্ড ছাড়া সেই সিরিজে থাকবে সাউথ আফ্রিকাও।
ত্রিদেশীয় সিরিজে অবশ্য খেলতে পারবেন না লকি ফার্গুসন। তার বদলে স্ট্যান্ডবাই হিসেবে নেয়া হয়েছে জ্যাকব ডাফিকে। সবগুলো ম্যাচে নিউজিল্যান্ড পাবে না উইলিয়ামসন ও ডেভন কনওয়েকেও। তারা এই সময়ে তারা এসএ-টোয়েন্টি ব্যস্ত থাকবেন।
নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টিড দল নিয়ে বলেন, ‘এখন আমাদের কাছে দারুণ কিছু ক্রিকেটার আছে, যা দল নির্বাচনের আলোচনা চ্যালেঞ্জিং করেছে। তবে আমরা শেষ পর্যন্ত ওই স্কোয়াডই বিবেচনা করেছি, যাদের পাকিস্তান ও আরব-আমিরাতে ভালো করার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল সান্টনার(অধিনায়ক), মিচেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ড্যারিল মিচেল, উইল ও’রুর্কি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন ও উইল ইয়াং।