promotional_ad

কিউইদের ১৪০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কিউইদের ১৪০ রানে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা, ফাইল ফটো
তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডেতে শ্রীলঙ্কাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড। শেষ ম্যাচে পাত্তা পেল না নিউজিল্যান্ড। কিউইদের ১৪০ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে দলটি। যার কারণে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল চারিথ আসালঙ্কার দল।

promotional_ad

শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে টস জিতে ব্যাটিং করতে নেমে আট উইকেটে ২৯০ রান করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে ২৯.৪ ওভারে ১৫০ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। লঙ্কান তিন পেসার আসিথা ফার্নান্দো, মাহিশ থিকসানা ও ইশান মালিঙ্গার তোপে শুরতেই লণ্ডভণ্ড হয়ে যায় কিউইদের লাইনআপ।


মাত্র ২১ রানে পাঁচ উইকেট হারায় দলটি। ষষ্ঠ উইকেটটি হারায় ৪৮ রানে। শুরুতে আঘাত হানেন থিকশানা। শূন্য রানে উইল ইয়াংকে ফেরান তিনি। তার বলে চিপ করতে গিয়ে বিদায় নেন কিউই এই ওপেনার। আরেক ওপেনার রাচিন রবীন্দ্রকে এক রানে বোল্ড করেন আসিথা।


দুই রান করা ড্যারিল মিচেলকে ফেরান ইশান মালিঙ্গা। আসিথাকে মারতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন টম লাথাম। এরপর আসিথার বলে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে ফিরে যান শূন্য রান করা গ্লেন ফিলিপস।


promotional_ad

সাতে নামা মাইকেল ব্রেসওয়েল ফিরেন ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে। একপাশে নিউজিল্যান্ডকে টেনে তোলেন মার্ক চ্যাপম্যান। নিউজিল্যান্ডের ১৫০ রানের মধ্যে ৮১-তো করেছেন ওয়ানডাউনে নামা এই ব্যাটার।


টেলএন্ডারদের সঙ্গে ভিন্ন ভিন্ন জুটিতে দলের রান বাড়ান এই ব্যাটার। ৩০তম ওভারে শেষ ব্যাটার হিসেবে বিদায় নেন তিনি। তাকে বোল্ড করেন থিকশানা। কিউইদের ইনিংসে চ্যাপম্যান ছাড়া প্রথম ছয়ের বাকি পাঁচ ব্যাটার মিলে করেন মোটে ৩ রান! শেষদিকে নাথান স্মিথ ১৭ ও ব্রেসওয়েল ১৩ রান করেন।


শ্রীলঙ্কার হয়ে তিনটি করে উইকেট শিকার করেন আসিথা, থিকসানা ও মালিঙ্গা। এর আগে ওপেনার পাথুম নিশাঙ্কা, টপঅর্ডার কুশল মেন্ডিস ও মিডলঅর্ডার জেনিথ লিয়ানাগের হাফ সেঞ্চুরিতে আট উইকেটে ২৯০ রানের বড় পুঁজি পায় শ্রীলঙ্কা।


ছয়টি চার ও পাঁচটি ছক্কায় ৪২ বলে ৬৬ রান করেন নিশাঙ্কা। ৫২ বলে তিনটি চার ও দুটি ছক্কায় ৫৩ রান করেন লিয়ানাগে। ৭১ বলে ৪৬ রান করেন কামিন্দু মেন্ডিস। বল হাতে নিউজিল্যান্ডের হয়ে ৫৫ রানে চারটি উইকেট নেন ম্যাট হেনরি। দুটি উইকেট শিকার করেন মিচেল সান্টনার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball