promotional_ad

স্মিথের নেতৃত্বে ৭ স্পিনার নিয়ে শ্রীলঙ্কা যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
স্টিভ স্মিথ (বামে), নাথান লায়ন (ডানে), ফাইল ফটো
বোর্ডার-গাভাস্কার সিরিজেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে গেছে অস্ট্রেলিয়া। এরপরেও পূর্বঘোষিত দুই টেস্টের সিরিজ খেলতে চলতি মাসের শেষে শ্রীলঙ্কা যাবে অস্ট্রেলিয়া। এই সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। উপমহাদেশে টেস্ট খেলতে স্কোয়াডে পার্টটাইম স্পিনারসহ সাত স্পিনার রেখেছে দলটি।

promotional_ad

দলের সেরা স্পিনার নাথান লায়ন অনুমিতভাবেই আছেন। তার সঙ্গে স্কোয়াডে আছেন ম্যাট কুহনেম্যান ও টড মার্ফি। আনক্যাপড কুপার কনলিকেও ডাকা হয়েছে। এছাড়া পার্টটাইম স্পিনার হিসেবে থাকবেন ট্র্যাভিস হেড, মার্নাস ল্যাবুশান ও ন্যাথান ম্যাকসুইনি।


টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া। সাউথ আফ্রিকাকে টপকে দলটির শীর্ষে ওঠা সম্ভব নয়। সুতরাং, সবদিক বিবেচনায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটি অস্ট্রেলিয়ার কাছে কেবলই নিয়ম রক্ষার।


যার কারণেই শ্রীলঙ্কার বিপক্ষে তুলনামূলক গুরুত্বহীন এই সিরিজ থেকে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার বিশ্রাম পাচ্ছেন। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সও থাকছেন বিশ্রামে। দ্বিতীয় সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে এরই মাঝে পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সময়টা বিশ্রাম নিয়ে গোড়ালির চোট দূর করার চেষ্টাও করবেন তিনি।


promotional_ad

কামিন্সের না থাকায় শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে অসাধারণ খেলা ট্রাভিস হেডকে দেয়া হয়েছে সহঅধিনায়কের দায়িত্ব। এদিকে কামিন্স ছাড়াও অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াডে নেই পেসার জশ হ্যাজেলউড এবং অলরাউন্ডার মিচেল মার্শ। এই দুই তারকাও চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নেবেন।


ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয় ম্যাকসুইনি, স্যাম কনস্টাস ও বিউ ওয়েবস্টারের। এই তিন ক্রিকেটারকেই শ্রীলঙ্কা সফরে রেখেছে অজি নির্বাচকরা। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আওতাধীন দুটি ম্যাচই হবে গল আন্তর্জাতিক স্টেডিয়ামে। প্রথমটি ২৯ জানুয়ারি এবং দ্বিতীয়টি ৬ ফেব্রুয়ারি শুরু হবে।


শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড- স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড (সহ-অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, কুপার কনলি, জশ ইংলিস, উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, ম্যাথিউ কুনম্যান, মার্নাস ল্যাবুশান, নাথান লায়ন, ন্যাথান ম্যাকসুইনি, টড মার্ফি, মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball