আইপিএলকে প্রাধান্য দিয়ে কঠিন বিপদে কিউই পেসার

ছবি:

ফ্রেঞ্চাইজি ক্রিকেট লীগ গুলোকে নিজ দেশের থেকে বেশি প্রাধান্য দিয়েছিলেন নিউজিল্যান্ডের পেসার মিচেল ম্যাকক্লেনাঘান। এবার তারই মাশুল দিতে হল ৩১ বছর বয়সী এই পেসারকে।
কিউইদের জার্সিতে ৪৮ টি ওয়ানডে এবং ২৮ টি টি-টুয়েন্টি খেলা এই পেসার ফ্রেঞ্চাইজি লিগ গুলোতে সারাবছর খেলার জন্য গতবছর নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তিতে যাননি।
এর ফল অবশ্য জানুয়ারির শেষ সপ্তাহেই পেয়েছেন তিনি। কেননা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এমনকি শেষ কয়েকবছরে যে দলে খেলছিলেন, সেই মুম্বাই ইন্ডিয়ান্সও দলে নেয়নি তাকে।

আইপিএলের কোনো দল তাকে ব্যক্তিগত চুক্তিতে দলে ভেড়ায় কিনা, কিউই এই পেসার এখন সেই সুযোগের অপেক্ষায় আছেন। তবে তাকে কোনো ফ্রেঞ্চাইজি দলে ভেড়ানোর সম্ভাবনা যে খুব ক্ষীণ সেটা তিনি নিজেও বোঝেন।
এজন্যই নিজের বোনের সঙ্গে অকল্যান্ডের তামাকিতে একটি জিমনেশিয়াম খুলেছেন। ক্রিকেটারদের জিমনেশিয়াম খোলার ঘটনাটি অবশ্য নতুন নয়। বিশ্বকাপজয়ী অজি অলরাউন্ডার শেন ওয়াটসন এবং পেসার ব্রেট লি'ও যৌথ মালিকানায় অস্ট্রেলিয়ায় একটি জিমনেশিয়াম প্রতিষ্ঠা করেছেন।
ছবি কৃতজ্ঞতাঃ গেটি ইমেজ