আইপিএল নিলাম নিয়ে উদ্বিগ্ন ছিলেন দ্রাবিড়

ছবি:

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) নিলাম অনুষ্ঠান শেষ হয়েছে কয়েকদিন আগেই। এই অনুষ্ঠান চালাকালীন সময়েই নিউজিল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হচ্ছিলো অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের আসর।
বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্টের সময় আইপিএলের নিলামের আয়োজন করায় ক্রিকেটারদের ওপর মানসিক চাপ এবং উদ্বিগ্নতা কাজ করেছে বলে মনে করেন সাবেক ভারতীয় অধিনায়ক রাহুল দ্রাবিড়।

তবে এরপরেও সেই চাপ সামলে বিশ্বকাপ জেতায় ভারতীয় যুব দলের প্রশংসাও করেছেন তিনি। যুব দলকে সকল কৃতিত্ব দিতেও ভোলেননি দ্রাবিড়।ভারত অনূর্ধ্ব ১৯ দলের কোচ এই প্রসঙ্গে বলেন,
'আইপিএল নিলাম অনুষ্ঠানের সেই সপ্তাহে কিছুটা চাপ থাকলেও এর কৃতিত্ব ছেলেদের দিতেই হবে। চাপ মুক্ত হয়েই তারা অনুশীলনে যোগ দিয়েছিলো এবং নিজেদের সেরাটাই দিয়েছে। তবে শুধুমাত্র সেই ৩ দিন (নিলাম) আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম।'
মূলত ভারতীয় যুব ক্রিকেট দলের খেলোয়াড়দের মানসিকতাই সবথেকে বেশি আপ্লুত করেছে দ্রাবিড়কে বলে জানিয়েছেন তিনি। বিশেষ করে নিজেদের পরিপক্কতার প্রমাণ বেশভালোভাবেই প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথ্বী শয়ের দল। সাবেক ভারতীয় অধিনায়ক তাই বললেন,
'আমাদের কিছু বিধি নিষেধ ছিলো, তারা কখনও সেগুলো মেনে চলেছে। তবে সবথেকে আমাকে যা অভিভূত করেছে তা হলো তারা সোশ্যাল মিডিয়ার এই যুগে যেভাবে তাদের পরিপক্কতা দেখিয়েছে, যেগুলো সম্পর্কে আমি নিজেও জানতাম না।'