১৭ ডিসেম্বর অ্যাডিলেডে শুরু হবে অ্যাশেজের তৃতীয় টেস্ট, যেখানে অস্ট্রেলিয়া দলের সঙ্গে ভেট্টোরির থাকা প্রয়োজন। কিন্তু ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, তিনি আবুধাবিতে আইপিএল নিলামে অংশ নিতে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কাছে অনুমতি চেয়েছেন। সিএ'র এক মুখপাত্র ইঙ্গিত দিয়েছেন, ভেট্টোরিকে অনুমতি দেয়া হবে। আইপিএলে তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ হিসেবে কাজ করেন।
আইপিএল নিলামের জন্য কোচিং দায়িত্ব থেকে ছুটি নেয়া ভেট্টোরির জন্য নতুন কিছু নয়। গত বছরও আইপিএল নিলামে অংশ নিতে একইভাবে অনুমতি নিয়েছিলেন তিনি। সেই সময় অস্ট্রেলিয়া বোর্ডার–গাভাস্কার ট্রফিতে ব্যস্ত থাকলেও তিনি নিলামে অংশ নেন, আর মাঠে অস্ট্রেলিয়া সিরিজ জিতে নেয় ৩–১ ব্যবধানে।
নিলামকে ঘিরে পাঞ্জাব কিংসের প্রতিনিধিত্ব করার কথা আছে শ্রেয়াস আইয়ারের। তিনি গতবার নেতৃত্বে দলকে রানার্সআপ করেছিলেন। তবে প্রধান কোচ রিকি পন্টিংয়ের উপস্থিতি এখনো নিশ্চিত নয়। অ্যাশেজে ধারাভাষ্যের দায়িত্ব থাকায় তার সময়সূচি বেশ চাপের হবে।
নিলামের বাজেট অনুযায়ী পাঞ্জাব কিংসের হাতে আছে ১১ কোটি ৫০ লাখ রুপি, যার মাধ্যমে তারা সর্বোচ্চ চারজনকে দলে নিতে পারবে। এর মধ্যে দুজন বিদেশি খেলোয়াড় থাকা বাধ্যতামূলক। অন্যদিকে সর্বোচ্চ ৫৪ কোটি ৩০ লাখ রুপি নিয়ে নিলামে অংশ নেবে কলকাতা নাইট রাইডার্স, তারা কিনতে পারবে ১৩ জনকে।
সবচেয়ে কম বাজেট মুম্বাই ইন্ডিয়ান্সের, ২ কোটি ৫০ লাখ রুপি। তারা কিনতে পারবে পাঁচজন। রবীন্দ্র জাদেজা– স্যাম কারানকে ছেড়ে দেওয়ায় চেন্নাই সুপার কিংসের বাজেট বেড়ে হয়েছে ৪৩ কোটি ৪০ লাখ রুপি। তারা কিনতে পারবে ৯ জন।
১৩৯০ ক্রিকেটার নিবন্ধনের পর চূড়ান্ত নিলাম তালিকায় রাখা হয়েছে ৩৫০ জনকে, যার মধ্যে ২৪০ জন ভারতীয়, ১১০ জন বিদেশি। ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় সবচেয়ে বেশি—২২৭ ক্রিকেটার। দেড় কোটি রুপি ভিত্তিমূল্যের ক্রিকেটার আছেন ৯ জন, আর ১ কোটি ২৫ লাখ রুপির তালিকায় আছেন ৪ জন।