বিপিএল নিলামে যুক্ত হলেন ১৪ ক্রিকেটার

বিপিএল
বিপিএল নিলাম
বিপিএল নিলাম
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে রবিবার হবে বিপিএলের এবারের আসরের নিলাম। এর আগে ফিক্সিংয়ে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে নিলামের চূড়ান্ত তালিকায় আরও বেশ কিছু পরিবর্তন এসেছে।

যুক্ত করা হয়েছে আলিস আল ইসলাম, মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরিফ, ইফতেখার হোসেন ইফতি, তৌফিক খান তুষার, রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক ও জাহিদ জাভেদকে।

এদিকে বেশ কয়েকজন ক্রিকেটারের নিলাম তালিকায় উন্নতি ও অবনতি হয়েছে। ক্যাটাগরি ই থেকে ডি ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে মাহফুজুর রহমান রাব্বি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, ইরফান শুক্কুর, শহাদাত হোসেন দিপু ও আরিফুল ইসলামকে।

ক্যাটাগরি এফ থেকে ই ক্যাটাগরিতে উঠেছেন আবু জায়েদ চৌধুরী রাহী, ওয়াসি সিদ্দিকী, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, আহরার আমিন, আইচ মোল্লা ও আসাদুল্লাহ আল গালিব। এই তালিকায় একমাত্র ক্রিকেটার হিসেবে অবনতি হয়েছে মুকিদুল ইসলাম মুগ্ধর।

বিপিএল নিলামে যুক্ত হলেন যারা-

ক্যাটাগরি সি-

আলিস আল ইসলাম

ক্যাটাগরি ই-

মো. রুবেল, আশরাফুল হাসান রোহান, আহমেদ শরীফ, ইফতেখার হোসেন ইফতি, তওফিক খান তুষার

ক্যাটাগরি এফ-

রুবেল হোসেন (জাতীয় দলের পেসার), আশরাফুল ইসলাম সিয়াম, আলী মো. ওয়ালিদ, আল-আমিন (জুনিয়র), নুহায়েল সানদিদ, হোসেন আলী, শামসুল ইসলাম অনিক, জাহিদ জাভেদ।

ক্যাটাগরি পরিবর্তন হয়েছে যাদের-

ক্যাটাগরি ই থেকে ডি-

মাহফুজুর রহমান রাব্বি, আব্দুল গাফফার সাকলাইন, এসএম মেহরব হোসেন, শেখ পারভেজ জীবন, ফজলে মাহমুদ রাব্বি, মুশফিক হাসান, ইরফান শুক্কুর, শহাদাত হোসেন দিপু, আরিফুল ইসলাম

ক্যাটাগরি এফ থেকে ই-

আবু জায়েদ চৌধুরী রাহি, ওয়াসি সিদ্দিকী, মার্শাল আইয়ুব, আব্দুল মজিদ, আহরার আমিন, আইচ মোল্লা, আসাদুল্লাহ আল গালিব

ক্যাটাগরি ডি থেকে ই (ডিমোশন)

মুকিদুল ইসলাম মুগ্ধ